এসএসসি ও সমমানের ফল: জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

ফলাফল উদযাপন করছে শিক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে আছে মেয়েরা। ফলাফলে ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন মেয়ে এবং ৭৯ হাজার ৭৬২ জন ছেলে জিপিএ-৫ পেয়েছে। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

মেয়েরদের পাসের হার ৯৪ দশমিক ৫ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৯২ দশমিক ৬৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফল প্রকাশ করেন। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফলাফলে মোট পাশের হার ৯৩.৫৮ শতাংশ।

পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ঢাকা বোর্ডে আছেন ৪৯ হাজার ৫৩০ জন। রাজশাহী বোর্ডে ২৭ হাজার ৭০৯ জন। কুমিল্লায় ১৪ হাজার ৬২৪ জন। যশোর বোর্ডে ১৬ হাজার ৪৬১ জন। চট্টগ্রামে ১২ হাজার ৭৯১ জন। বরিশালে ১০ হাজার ২১৯ জন। সিলেটে ৪ হাজার ৮৩৪ জন। দিনাজপুরে ১৭ হাজার ৫৭৮ জন। ময়মনসিংহ ১০ হাজার ৯২জন। মাদ্রাসা বোর্ডে ১৪ হাজার ৩১৩ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডে ৫ হাজার ১৮৭ জন।

যেভাবে ফল জানা যাবে

মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।

Comments

The Daily Star  | English
BNP protests for Ishraque Hossain in Dhaka

Ishraque supporters protest in different parts of Dhaka

Protesters assembled at Matsya Bhaban, Kakrail and Jatiya Press Club, demanding that Ishraque be immediately sworn in as the mayor of the DSCC

40m ago