করোনাভাইরাসে আক্রান্ত রোনালদো

আগের দিনই হঠাৎ সংবাদ মেলে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্তমান ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি। একদিন না যেতেই আরেক কিংবদন্তির এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলল। এবার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক তারকা রোনালদো নাজারিও।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রোনালদোর ক্লাব ক্রুজেইরো এস্পোর্তে। বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন ৪৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।
বিবৃতিতে ক্লাবটি জানায়, 'ক্রুজেইরো জানাচ্ছে যে রোববার সকালে রোনালদো নাজারিও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। যে কারণে বেলো হরিজন্তেতে তার থাকা অসম্ভব হয়ে পড়েছে এবং ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না।'
জানা গেছে, শরীরে করোনাভাইরাস সংক্রমিত হলেও আপাতত সুস্থ রয়েছেন রোনালদো।
কদিন আগেই নিজের প্রথম ক্লাব ক্রুজেইরোর সঙ্গে যুক্ত হয়েছেন রোনালদো। ইউরোপে পাড়ি জমানোর আগে ১৯৯২ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেন তিনি। ফের ব্রাজিলে আসার আগে মাঝে পিএসভি আইন্দহোভেন, বার্সেলোনা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ ও এসি মিলানে খেলেন তিনি।
বর্তমানে ক্রুজেইরো ৯০ শতাংশের মালিক রোনালদো। সেই ক্লাবটির ১০১ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় সেটা সম্ভব হচ্ছে না এই সাবেক তারকা ফুটবলারের পক্ষে।
Comments