'জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই'

ছবি: বিসিবি

মাউন্ট মঙ্গানুই টেস্টে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে তাদের লিড ৭৩। হাতে রয়েছে আরও ৪ উইকেট। তাই লিড বাড়িয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরার হাতছানি মুমিনুল হকের দলের সামনে। তবে কিউইদের মাটিতেই চালকের আসনে থেকে শেষ দিনে টেস্ট হারার তিক্ত স্মৃতি আছে টাইগারদের। তাই পা মাটিতে রেখে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

স্বাগতিক কিউইদের ৩২৮ রানের জবাবে সোমবারের খেলা শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। ক্রিজে আছেন ইয়াসির আলী চৌধুরী ৩৫ বলে ১১ ও মেহেদী হাসান মিরাজ ৩৮ বলে ২০ রানে। লিড বাড়াতে এই দুজনের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে সফরকারীরা।

এদিন ৮৯ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২২৬ রান যোগ করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বোলারদের হতাশায় পোড়াতে অগ্রণী ভূমিকা রাখেন অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাস। দুজনই অবশ্য অল্পের জন্য পাননি সেঞ্চুরি। মুমিনুল ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হন ২৪৪ বলে ৮৮ রানে। বাজে শটের আগে চোখ জুড়ানো ব্যাটিং করা লিটনের কাছ থেকে আসে ১৭৭ বলে ৮৬ রান। পঞ্চম উইকেট জুটিতে তারা আনেন ১৫৮ রান। তৃতীয় সেশনে দুজনকেই ফেরান পেসার ট্রেন্ট বোল্ট। আগের দিনের ৭০ রানকে টানতে পারেননি মাহমুদুল হাসান জয়। দিনের শুরুতে ২২৮ বলে ৭৮ রান করে নেইল ওয়াগনারের শিকার হন তিনি।

সামগ্রিক বিচারে বিদেশের মাটিতে টেস্টে দারুণ একটি দিন পার করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের তারকাসমৃদ্ধ পেস আক্রমণকে কঠিন সময় উপহার দিয়েছে তারা। সুজনের কণ্ঠে তাই ঝরেছে সন্তুষ্টি। দিনের খেলা শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেছেন, 'এটা অন্যতম সেরা দিন। হ্যাঁ, চ্যালেঞ্জিং। তবে প্রক্রিয়াটা দারুণ ছিল। দারুণভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ছেলেরা সত্যিই দারুণ করেছে।'

আপাতত দেড়শ রানের লিড চাইছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, 'কালকের সকালটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে ৪ উইকেট আছে। মিরাজ ও ইয়াসির আছে উইকেটে। ৭৩ রানের লিড আছে। আরও ৭০ রানের মত লিড পেলে দেড়শ রানের মত লিড হবে। তখন আমরা ভালো অবস্থানে থাকব।'

লড়াইয়ে এগিয়ে থাকলেও দুই দিন বাকি থাকায় এখনই জয় নিয়ে মাথা ঘামাতে চাইছেন না সুজন। ২০১৭ সালে ওয়েলিংটনে প্রথম ইনিংসে ৫৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করেও হেরেছিল বাংলাদেশ। উইকেটের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের পক্ষে দ্রুত রান তোলা সম্ভব হবে না বলেও মনে করছেন টিম ডিরেক্টর, 'আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই। এখনও ১৮০ ওভার বাকি আছে। এই উইকেটে তাড়াতাড়ি রান করা কঠিন হবে, যদি ভালো বল করি।'

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago