চাঁদপুরে নির্বাচনী সহিংসতায় নিহত ২

চাঁদপুর
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের কচুয়া ও হাইমচর উপজেলায় নির্বাচনী সহিংসতায় ২ জন নিহত হয়েছে। আজ বুধবার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে তাদের পৃথক হামলায় তাদের মৃত্যু হয়।

পুলিশ সুপার মিলন মাহমুদ বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৩টায় কচুয়া সাচার নয়াকান্দি এলাকায় মেম্বার প্রার্থী জাকির হোসেনের সমর্থক শরীফ হোসেন (১৮ )কে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শরীফ উপজেলার হাতিরবন্ধ এলাকার  শহীদ উল্লাহর ছেলে।

এদিকে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহেরচর এলাকায় বিকেল ৩টায় নৌকার প্রার্থী সালাউদ্দিন সরদারের সমর্থক ২৮ বছরের এক যুবক ছুরিকাঘাতে মারা যান। তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি পাশ্ববর্তী শরীয়তপুরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Comments