ভিসা বাতিল করে জোকোভিচকে ঢুকতে দিল না অস্ট্রেলিয়া

djokovic
ছবি: এএফপি

বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে মেলবোর্ন বিমানবন্দরে নামলে তাকে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। পরে তাকে অস্ট্রেলিয়ার সীমান্ত বাহিনীর (এবিএফ) পক্ষ থেকে জানানো হয়, দেশটিতে প্রবেশের শর্তসমূহ তিনি পূরণ করতে পারেননি এবং তাকে ফেরত পাঠানো হবে।

বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আপাতত জোকোভিচকে অস্ট্রেলিয়া সরকারের ব্যবস্থাপনায় একটি হোটেলে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা আগেই জানিয়েছিলেন, জোকোভিচকে এই প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়ার জন্য করোনাভাইরাসের টিকার শর্ত শিথিল করা হয়েছে। কিন্তু এই সার্বিয়ান তারকার পাওয়া মেডিকেল ছাড়পত্র নিয়ে তৈরি হয় সমালোচনার জোয়ার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এদিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, জোকোভিচকে আলাদা করে কোনো সুবিধা দেওয়া হচ্ছে না এবং কেউই দেশটির নিয়মকানুনের ঊর্ধ্বে নয়।

করোনাভাইরাসের টিকা নিয়েছেন কিনা তা এখন পর্যন্ত স্পষ্ট করেননি জোকোভিচ। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৩৪ বছর বয়সী এই তারকা গত বছর অবশ্য বলেছিলেন যে তিনি টিকা দেওয়ার পক্ষে নন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানিয়েছে, এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, 'আপনাদের (গণমাধ্যমের) সঙ্গে যুক্ত হওয়ার কিছুক্ষণ আগে আমি জানতে পেরেছি যে জোকোভিচের ভিসা বাতিল করা হয়েছে। এটা এখন তার ব্যাপার সে আপিল করবে কিনা। তবে যখন কারও ভিসা বাতিল হয়ে যায়, তাকে এই দেশ ছেড়ে যেতে হবে।'

ভিসা বাতিল ও বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়টি জোকোভিচের দেশ সার্বিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে। তীব্র প্রতিক্রিয়া জানানো হচ্ছে গণমাধ্যমে। জোকোভিচের বাবা স্রদিয়ান জোকোভিচ এক বিবৃতিতে বলেছেন, 'এই লড়াইটা কেবল জোকোভিচের একার জন্য নয়, এই লড়াইটা সারা দুনিয়ার জন্য।'

সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন জোকোভিচের এবারের আসরে অংশ নেওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। অথচ ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে যাওয়ার দিকে নজর ছিল তার।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

About 20 people were sent to Chattogram Medical College Hospital in critical condition

32m ago