মৌসুম শেষ হয়ে গেল কিয়েসার!

ইতালি ও পর্তুগালের মধ্যে কেবল একটি দলই অংশ নিতে পারবে ২০২২ কাতার বিশ্বকাপে। এর আগে এক দলের শক্তি খর্ব হওয়া মানেই প্রতিপক্ষের স্বস্তি। আগের দিন এমনই এক দুঃসংবাদ পেয়েছে ইতালি। যা নিঃসন্দেহে স্বস্তিদায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য।

সিরিআয় আগের দিন এক রোমাঞ্চকর ম্যাচ জিতে নিয়েছে জুভেন্টাস। অথচ ম্যাচের ৬৯ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল তারা। কিন্তু এমন জয়ের পরও হাসি নেই কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রির মুখে। কারণ ইনজুরিতে পড়েছেন দলের সেরা তারকা ফেদেরিকো কিয়েসা।

একই কারণে হাসি কেড়ে নিয়েছে ইতালিয়ান জাতীয় দলের কোচ রবার্তো মানচিনিরও। ইতালিয়ান সংবাদমাধ্যম স্কাই স্পোর্ট ইতালিয়া তাদের সংবাদে জানিয়েছে যে, এ ইনজুরিতে কিয়েসার মৌসুমই শেষ হয়ে গিয়েছে। ২০২২-২৩ মৌসুমের আগে আর মাঠে ফেরা হবে না এ তারকার। এমনকি মার্চে ইতালির বিশ্বকাপ প্লে-অফও মিস করবেন তিনি।

যদিও কিয়েসার মৌসুম শেষ হওয়ার ব্যাপারে কিছু জানায়নি জুভেন্টাস। তবে জুভেন্টাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, রোমার বিপক্ষে খেলতে গিয়ে অগ্রবর্তী ক্রুসিয়েট লিগামেন্টে আঘাত পেয়েছেন কিয়েসা। এবং খুব শীগগিরই অস্ত্রোপচার করাতে হবে তার। ২৪ বছর বয়সী এ তারকাকে আজ সকালে জে মেডিক্যালে মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।

সোমবার জুভেন্টাস এক বিবৃতি দিয়ে জানিয়েছে, 'জে মেডিকেলে পরীক্ষা শেষে জানা গিয়েছে যে, কিয়েসার একটি অগ্রবর্তী ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যে অস্ত্রোপচারের প্রয়োজন হবে তার।'

এদিন সকালে, ইতালি আন্তর্জাতিক জুভেন্টাসের প্রাইভেট ক্লিনিকে বাবা এবং সাবেক সেরিআ স্ট্রাইকার এনরিকোর সঙ্গে যে মেডিক্যালে এসেছিলেন কিয়েসা।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৪টি সিরিআর ম্যাচে খেলে দুটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছেন কিয়েসা। কেনার বাধ্যবাধকতা সহ একটি প্রাথমিক ঋণ চুক্তিতে ২০২০ সালে ফিওরেন্টিনা থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন এ তরুণ।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago