শনিবার থেকে ট্রেনে অর্ধেক আসনে যাত্রী

স্টার ফাইল ফটো

নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সরকারের নতুন বিধি নিষেধ মেনে আগামী শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ে জানায়, ২৫ শতাংশ টিকেট মোবাইল অ্যাপ বা অনলাইনে এবং ২৫ শতাংশ টিকেট কাউন্টারে বিক্রি করা হবে। পাশাপাশি আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকেট ও স্টেশনের প্ল্যাটফরম টিকিট ইস্যু বন্ধ থাকবে। 
রেলের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 
ট্রেন ও স্টেশনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কড়াকড়ি আরোপ করা হবে। মাস্ক ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না। 

উল্লেখ্য, করোনাভাইরাসের অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে সরকার ১৩ জানুয়ারি থেকে নতুন বিধি-নিষেধ আরোপ করতে চলেছে। নতুন বিধি-নিষেধে উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। এছাড়া সব ধরনের গণপরিবহন চলবে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে।
এই বিধি-নিষেধ আগামী ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তা বলবৎ থাকবে।
 

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago