পান্তের দারুণ সেঞ্চুরির পরও চাপে ভারত

এক প্রান্তে দারুণ লড়াই করলেন রিশাভ পান্ত। এশিয়ার বাইরে টেস্টে তুলে নিলেন নিজের তৃতীয় সেঞ্চুরি। আর বাকিরা সবাই মিলে তার সমানও রান করতে পারল না। তাতে লিডটা বড় করতে পারেনি ভারত। ফলে দক্ষিণ আফ্রিকায় ইতিহাস রচনার স্বপ্ন ক্রমেই ফিকে হয়ে আসছে দলটির।

কেপটাউনে বৃহস্পতিবার তৃতীয় দিন শেষে ২ উইকেটে ১০১ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে গেছে ভারত। জিততে হলে স্বাগতিকদের আরও ১১১ রান করতে হবে। সামনে রয়েছে পুরো দুটি দিন। অন্যদিকে ভারতের চাই ৮ উইকেট।

লক্ষ্য তাড়ায় নামা প্রোটিয়া শিবিরে শুরুতেই ধাক্কা দিতে পেরেছিল ভারত। এইডেন মার্করামকে দারুণ আউটসুইঙ্গারে লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেন মোহাম্মদ শামি। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক ডিন এলগারকে নিয়ে সফরকারীদের হতাশা বাড়াতে থাকেন কিগান পিটারসেন।

শেষ বেলায় অবশ্য ভারতীয়দের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। এলগারকে উইকেটরক্ষকের ক্যাচে পরিণত করেন তিনি। তবে শুরু থেকেই সাবলীল ব্যাট করতে থাকা পিটারসেন এখনও ভারতীয়দের মাথা ব্যথার কারণ হয়ে উইকেটে আছেন। ব্যাটিং করছেন ৪৮ রানে। এছাড়া এলগার করেছেন ৩০ রান।

এর আগে ২ উইকেটে ৫৭ রান করা ভারত এদিনের শুরুতেই চেতশ্বর পুজারাকে হারায়। আর স্কোরবোর্ডে ১ রান যোগ হতে ফিরে যান আজিঙ্কা রাহানেও। তবে পঞ্চম উইকেটে অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে ইনিংস মেরামতের কাজে নামেন উইকেটরক্ষক ব্যাটার পান্ত। ৯৪ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার।

কোহলিকে ফিরিয়ে এ জুটি ভাঙেন লুঙ্গি এনগিডি। আর জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইন আপ। শেষ ৬টি উইকেট হারায় তারা মাত্র ৪৬ রান যোগ করতে। তবে এক প্রান্ত ধরে রেখে শেষ পর্যন্ত খেলেছেন পান্ত। ২৩৬ বলে ১০০ রানের ইনিংস খেলে অপরাজিত থেকেছেন। নিজের ইনিংসটি সাজান ৬টি চার ও ৪টি ছক্কায়।

কোহলির ব্যাট থেকে আসে ২৯ রান। ১৪৩ বলে এ রান করেন অধিনায়ক। এই দুই ব্যাটার ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল লোকেশ রাহুল। স্বাগতিকদের পক্ষে ৩৬ রানের খরচায় ৪টি উইকেট নিয়েছেন মার্কো জানসেন। এছাড়া ৩টি করে উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা ও এনগিডি।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

50m ago