টেকনাফে আড়াই কেজি আইস জব্দ

স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজার জেলার টেকনাফে আড়াই কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে কোস্টগার্ড। যার বাজার মূল্য আনুমানিক ১২ কোটি ৫০ লাখ টাকা। তবে, এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

আজ শুক্রবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়া মেরিনড্রাইভ সড়ক এলাকা থেকে এই ভয়ঙ্কর মাদক আইস উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে কোস্টগার্ড টেকনাফ  স্টেশন একটি বিশেষ অভিযান চালায়। এ সময় সাগর পাড় থেকে একজনকে ব্যাগ হাতে ঝাউবনের দিকে আসতে দেখতে পায় অভিযান দল। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়। কিন্তু, সে তার হাতে থাকা ব্যাগটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ  আইস উদ্ধার করা হয়।'

তিনি আরও বলেন, 'আইনি ব্যবস্থা গ্রহণে জব্দ ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

CA terms trade deal with US ‘a decisive diplomatic victory’

"Our negotiators have demonstrated remarkable strategic skill,” said Yunus

1h ago