হিরো থেকে ‘ভিলেন’, আজ রাতে জোকোভিচের ভাগ্য নির্ধারণ

নোভাক জোকোভিচকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টে বিশ্ব টেনিস তারকা নোভাক জোকোভিচের দ্বিতীয় আপিলের শুনানি শুরু হয় আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়।

প্রধান বিচারপতি জেমস অ্যালসপ, বিচারপতি অ্যান্থনি বেসাঙ্কো ও বিচারপতি ডেভিড ও'ক্যালাগান ৩টি পৃথক স্থানে বসে অনলাইনে শুনানি পরিচালনা করেন।

জোকোভিচের আইনজীবী পল হোল্ডেনসেন আপিলের শুনানির জন্য একক বিচারকের পরিবর্তে ৩ বিচারকের পূর্ণাঙ্গ আদালতের আবেদন করেছিলেন।

এর ঘণ্টা খানেক আগে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ও বর্ডার ফোর্স টেনিস তারকা জেকোভিচকে নিয়ে আদালতে আসেন।

নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ায় থাকতে ও অস্ট্রেলিয়ান ওপেনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না তা আজই নির্ধারিত হবে বলে আশা করা যাচ্ছে।

ফেডারেল কোর্টে জোকোভিচের ভিসা বাতিলের বিচার বিভাগীয় পর্যালোচনা অস্ট্রেলিয়া সময় দুপুর আড়াইটা পর্যন্ত চলে।

প্রধান বিচারপতি জেমস অলসপ উভয় পক্ষের যুক্তিতর্ক শোনার পর জানান যে, টেনিস তারকার ভিসার স্ট্যাটাস নিয়ে স্থানীয় সময় আজ বিকেলে বা সন্ধ্যার দিকে সিদ্ধান্ত নেওয়া হবে।

জোকোভিচের আইনজীবী নিকোলাস উড আদালতকে বলেছেন, বিচারকরা জোকোভিচের পক্ষে রায় দিলে তিনি চান যে তাকে ৩০ মিনিটের মধ্যে অভিবাসন আটকাবস্থা থেকে মুক্তি দেওয়া হোক। কারণ, অস্ট্রেলিয়ান ওপেন আগামীকাল শুরু হবে।

টেনিস তারকার ভিসা প্রথমবার বাতিলের আপিল শুনানির সময়ও বিচারক কেলিকে একই আদেশের জন্য অনুরোধ করা হয়েছিল।

গতকাল শনিবার উভয় পক্ষের আইনজীবী আদালতে জমা দিয়েছিলেন তাদের নথিপত্র।

জোকোভিচের আইনজীবীর দাবি, ভিসা বাতিলের সিদ্ধান্ত অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হকের 'অযৌক্তিক, অযৌক্তিক এবং অযৌক্তিক।'

জোকোভিচের পক্ষে নথিতে বলা হয়, ২০২০ সালের এপ্রিলে কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর কার্যকারিতা শুরুর আগে জোকোভিচ মন্তব্য করেছিলেন যে, তিনি কাউকে টিকা নিতে বাধ্য করতে চান না। আরও বলা হয়, ২ বছর আগের কয়েকটি লাইনের ভিত্তিতে বিশ্বসেরা তারকাকে নির্বাসন দেওয়াটাও টিকাবিরোধী মনোভাব জাগাতে পারে তা মন্ত্রী বিবেচনা করেননি।

জোকোভিচের আইনজীবী পুনরুল্লেখ করে বলেছেন, 'জোকোভিচ যথেষ্ট নথিপত্রসহ অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছিলেন এবং তিনি কোনো অস্ট্রেলিয়ান আইন লঙ্ঘনের চেষ্টা করেননি। তিনি তার জনহিতকর কাজের জন্য এদেশেও বেশ জনপ্রিয়।'

সরকারের নথিতে বলা হয়েছে, জোকোভিচকে অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি দেওয়া হলে অস্ট্রেলিয়া জুড়ে টিকাবিরোধী মনোভাব ছড়িয়ে পড়তে পারে এবং দেশের টিকা নীতিগুলোকে দুর্বল করে দিতে পারে। 'নাগরিক অস্থিরতা' তৈরির সম্ভাবনাও আছে।

গত শুক্রবার অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী নিজ ক্ষমতা বলে দ্বিতীয়বারের মতো জোকোভিচের ভিসা বাতিল করেছিলেন। এই আদেশের বিরুদ্ধে নতুন করে আপিল করেন অস্ট্রেলিয়ান ওপেনে ৯ বার চ্যাম্পিয়নশিপ অক্ষুণ্ণ রাখা তারকা নোভাক জোকোভিচ।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

4h ago