নারায়ণগঞ্জ সিটি নির্বাচন

ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ৩ ভোটার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৫ লাখ ১৭ হাজার ৩৬১ ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। তাদের মধ্যে ৩ জন ভোট দিয়েছেন।
ছবি: স্টার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ৫ লাখ ১৭ হাজার ৩৬১ ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। তাদের মধ্যে ৩ জন ভোট দিয়েছেন।

আজ রোববার সকালে তারা ভোট দেন।

সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জে ১ নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন সন্ধ্যা ও রুবিনা। সকাল ১০টায় পশ্চিম দেওভোগ শিশুবাগ বিদ্যালয়ের কেন্দ্র ভোট দেন পায়েল।

পায়েল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি ২০১৭ সালে ভোটার হয়েছি। এ নির্বাচনের আগেও ভোট দিয়েছি। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। ভোট দেওয়া সহজ। কোনো সমস্যা হয়নি।'

সন্ধ্যা ও রুবিনা সাংবাদিকদের জানান, তারা এই প্রথম ইভিএমে ভোট দিয়েছেন। তাদের খুব ভালো লেগেছে।

সন্ধ্যা বলেন, 'আমরা যদি কখনো মানুষের পাশে দাঁড়াতে পারি, ভালো কাজ করে জনপ্রিয়তা অর্জন করতে পারি তাহলে আমরাও ভবিষ্যতে কাউন্সিলর প্রার্থী হওয়ার চিন্তা করবো। আমরা ২ জনই পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি। আশা করি, জনপ্রতিনিধি যিনিই হোন তারা আমাদের পাশে দাঁড়াবেন।'

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ওয়ার্ড ২৭টি। এর মধ্যে নারায়ণগঞ্জ সদরে ১৮টি ও বন্দর উপজেলায় ৯টি। ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি।

মোট ৫ লাখ ১৭ হাজার ৩৬১ ভোটারের মধ্যে নারী ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ ও পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন।

এ ছাড়াও, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ প্রার্থী। সংরক্ষিত ৯ নারী ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন ৩৪ জন ও ২৭ সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে আছেন ১৪৮ জন।

Comments

The Daily Star  | English

Lightning strikes claim 7 lives in 4 districts

At least seven people died and nine others were injured in lightning strikes in Rangamati, Sylhet, Khagrachhari, and Cox’s Bazar districts today

46m ago