শাবিপ্রবির অবরুদ্ধ উপাচার্য পুলিশি লাঠিচার্জে মুক্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে আইসিটি ভবনে অবরুদ্ধ উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে মুক্ত করতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবরুদ্ধ উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে মুক্ত করতে লাঠিচার্জ করে পুলিশ। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে আইসিটি ভবনে অবরুদ্ধ উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে মুক্ত করতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ।

পরে উপাচার্জকে তালা ভেঙে ভবন থেকে বের করে নিরাপদে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়।

বিকাল পৌনে ৩টায় উপাচার্য তার ভবন থেকে বের হয়ে ডিনদের একটি বৈঠকে যাওয়ার সময় শিক্ষার্থীরা তার পথ আগলে দাঁড়ান। এ সময় তাকে হেনস্থার চেষ্টা করা হয় বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

পরে অন্যান্য শিক্ষক-কর্মকর্তাদের সহায়তায় এম ওয়াজেদ মিয়া ভবনে (আইসিটি ভবন) আশ্রয় নেন উপাচার্য। পরে সে ভবনের প্রধান ফটকে তালা দিয়ে সামনে অবস্থায় নেয় শিক্ষার্থীরা।

এরপর ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা ব্যর্থ হওয়ার পর পুলিশ অবরুদ্ধ উপাচার্জকে মুক্ত করতে লাঠিচার্জ করে।

লাঠিচার্জ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের ক্রিটিক্যাল রেসপন্স টিম (সিআরটি) এর সদস্যরা। এসময় কয়েকজন ছাত্রীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English
battery-run rickshaws in Dhaka

Banning rickshaws may not be the big traffic solution

Dhaka’s traffic is a complicated problem that needs multifaceted efforts to combat it.

1h ago