‘বিএনপি-জামায়াত যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্মে কত টাকা দিয়েছে প্রমাণ আছে’

গত ৫ বছরে বিএনপি-জামায়াত মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্মে কত টাকা দিয়েছে তার প্রমাণ আছে বলে আজ সোমবার জাতীয় সংসদে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শাহরিয়ার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

গত ৫ বছরে বিএনপি-জামায়াত মার্কিন যুক্তরাষ্ট্রে লবিস্ট ফার্মে কত টাকা দিয়েছে তার প্রমাণ আছে বলে আজ সোমবার জাতীয় সংসদে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি জানান, যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের ব্যাপারে তার কাছে প্রথম যে ডকুমেন্ট আছে সেটি ২০১৫ সালে একিন কোম্পানি এসোসিয়েটস এর সাথে। বিএনপির নয়াপল্টনের অফিসের ঠিকানা দিয়ে তাদের সাথে চুক্তি করা হয়েছে। মাসিক ৫০ হাজার ডলারের বিনিময়ে এবং এটি ৩ বছর অব্যাহত ছিল। বছরে ৬ লাখ ডলার করে দেওয়া হয়েছে। তিন বছরে প্রায় ২ মিলিয়ন ডলার আসে।'

'এ ধরনের ১০টি ডকুমেন্টস আমার কাছে আছে, বলেন শাহরিয়ার আলম।

এসময় সংসদে তিনি ডকুমেন্টসগুলো দেখান।

আজ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে তাদের হিসাব নিকাশ প্রকাশ করে। বিএনপিকে জিজ্ঞেস করতে হবে এই টাকা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে গেছে কি না? তা না হলে এতিমের টাকা মেরে বিদেশে পাচার করা হয়েছে, সেই টাকার ব্যবহার এখানে করা হয়েছে কিনা, আমরা সেই তদন্ত চাই। সেই উত্তর আমরা কমিশনের কাছে জানতে চাই।

তিনি বলেন, 'বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের ১৬ কোটি মানুষ। পৃথিবীর যত শক্তিধর রাষ্ট্রই হোক না কেন, তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার কোন ক্ষমতা রাখে না। আমাদের সমস্যা থাকলে আমরা এই পার্লামেন্টে আলোচনা করব। রাজপথে যাব। আমরা সেখানে সেটার সমাধান করব। নির্বাচন কমিশনে যাব। রাষ্ট্রপতির কাছে যাবো।'

প্রতিমন্ত্রী বলেন, তারা খালেদা জিয়াকে বলেন দেশনেত্রী কিন্তু আমি তো বলব খালেদা জিয়া দেশবিরোধী ব্যক্তি এবং দেশদ্রোহীতার কারণে তার বিচার পুনরায় হতে হবে।

Comments

The Daily Star  | English

Heat stress jeopardises dairy industry

There are around 2.5 crore cows and 13 lakh to 14 lakh farmers in the country. Of the farmers, 3.5 lakh own large farms, according to the Dairy Farm Owners Association in Bangladesh.

44m ago