৪ মাসের মধ্যে ওটিটি নীতিমালা চূড়ান্ত করার নির্দেশ হাইকোর্টের

ইলাসট্রেশন: বিপ্লব চক্রবর্ত্তী

আগামী ৪ মাসের মধ্যে ওয়েবভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা এবং প্ল্যাটফর্মগুলো থেকে রাজস্ব সংগ্রহে একটি নীতিমালা চূড়ান্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি এ বিষয়ে অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নাজিবের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করা হয়েছে।

আজ এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানির চলাকালে বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রকিব আদালতে জানান, ওটিটি পরিচালনা এবং রাজস্ব সংগ্রহ করতে নীতিমালার একটি খসড়া করেছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট অংশীদারদের মতামত নিয়ে এবং আইন মন্ত্রণালয়ের অনুমোদনের পর বিটিআরসি তা চূড়ান্ত করতে চায় এবং এ বিষয়ে হাইকোর্টের অনুমতি প্রয়োজন।

এরপর হাইকোর্ট বেঞ্চ অনুমতি দিয়ে আদেশ দেন।

রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

বিটিআরসি গত বছরের ১৮ জানুয়ারি হাইকোর্টে একটি প্রতিবেদন পেশ করে জানায় যে কোনো নির্দেশনা না থাকায় ওটিটি প্ল্যাটফর্মগুলো থেকে রাজস্ব সংগ্রহ করা যাচ্ছে না।

এছাড়া, ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়ের মাধ্যমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হাইকোর্টে আরেকটি প্রতিবেদন দাখিল করে জানায় যে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় ওটিটির অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

'Second uprising, this time against corruption'

Says Jamaat chief at party's grand rally at Suhrawardy Udyan

52m ago