শাবিপ্রবির উপাচার্যের কুশপুত্তলিকা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে প্রতিবাদী কর্মসূচির অংশ হিসেবে উপাচার্যের ব্যাঙ্গাত্মক কুশপুত্তলিকা নির্মাণ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ছবি: শেখ নাসির/স্টার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে প্রতিবাদী কর্মসূচির অংশ হিসেবে উপাচার্যের ব্যাঙ্গাত্মক কুশপুত্তলিকা নির্মাণ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

কুশপুত্তলিকায় ডান হাতে পিস্তল হাতে দিয়ে প্রতীকীভাবে উপাচার্যের ক্ষমতা, বাম হাতের ব্রিফকেসে ১২০০ কোটি টাকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চলমান ৮টি উন্নয়ন প্রকল্পের বাজেট এবং পেটে ৩০০ কোটি টাকা দিয়ে বরাদ্দের টাকায় উপাচার্যের ভাগ বোঝানো হয়েছে বলে জানিয়েছেন এক শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার রাতব্যাপী ক্যাম্পাসে অবস্থানের সময় শিক্ষার্থীরা এ কুশপুত্তলিকা নির্মাণ করেন। এছাড়াও ক্যাম্পাসে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন এঁকেছেন তারা।

Comments

The Daily Star  | English

Heat stress jeopardises dairy industry

There are around 2.5 crore cows and 13 lakh to 14 lakh farmers in the country. Of the farmers, 3.5 lakh own large farms, according to the Dairy Farm Owners Association in Bangladesh.

1h ago