সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আইসিইউতে

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। 
ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। 

তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক দ্য ডেইলি স্টারকে জানান, লিভারজনিত সমস্যার কারণে ১৮ জানুয়ারি তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আজ আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। 
তিনি আরও বলেন, 'ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন। এখন কোভিড পরিস্থিতিতে তাকে থাইল্যান্ড বা সিঙ্গাপুরে নেওয়া কঠিন। সেজন্য ডাক্তাররা ভারতের চেন্নাই হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন।'

এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি তার শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে খোঁজ রাখছি। তিনি গুরুতর অসুস্থ। আমি তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি।'
৮৬ বছর বয়সী ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

Comments

The Daily Star  | English
Bangladesh Bank dissolves National Bank board

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

2h ago