বিএনপি-আ. লীগ লবিস্ট নিয়োগে কত টাকা খরচ করেছে, সংসদে প্রশ্ন

আওয়ামী লীগ এবং বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রে আসলেই লবিস্ট নিয়োগ করেছে কি না, করে থাকলে এর পেছনে কোন দল কত টাকা খরচ করেছে, এই টাকা কোথা থেকে খরচ করা হয়েছে—এসব বিষয়ে সংসদে সুনির্দিষ্ট তথ্য উপস্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু।
ফাইল ছবি।

আওয়ামী লীগ এবং বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রে আসলেই লবিস্ট নিয়োগ করেছে কি না, করে থাকলে এর পেছনে কোন দল কত টাকা খরচ করেছে, এই টাকা কোথা থেকে খরচ করা হয়েছে—এসব বিষয়ে সংসদে সুনির্দিষ্ট তথ্য উপস্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু।

আজ রোববার সংসদ অধিবেশনে এই প্রশ্ন ওঠার পরে পররাষ্ট্রমন্ত্রী এ. কে আব্দুল মোমেন জানিয়েছেন, আগামীকাল তিনি এ বিষয়ে বক্তব্য দেবেন।

বিএনপি যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে—পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে হারুনুর রশীদ বলেন, অনুমান নির্ভর বক্তব্য উপস্থাপন করা ঠিক নয়।

তিনি বলেন, ১২টি আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘকে নোটিশ করেছে র‌্যাবকে শান্তিরক্ষা মিশনে না নিতে, সেটার কী অবস্থা? যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটার কী অবস্থা? এসব নিয়ে আগামী দিন সুস্পষ্ট তথ্যসহ পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে বিবৃতি দেবেন বলে আমি আশা করি।

তিনি বলেন, বিএনপি আসলে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে কি না, আওয়ামী লীগ করেছে কি না, এসব বিষয় পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্টভাবে উল্লেখ করবেন বলেও আশা করি।

এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুজিবুল হক বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে বলেছেন বিএনপি গত ৩ বছরে যুক্তরাষ্ট্রে লবিস্টের পেছনে ৩২ কোটি টাকা খরচ করেছে। কী কারণে তারা এই লবিস্ট নিয়োগ দিয়েছিল? এটা কি দেশের জনগণের স্বার্থে? রাষ্ট্রের স্বার্থে নাকি জনগণের স্বার্থের বিরুদ্ধে? এই বিষয়টি ক্লিয়ার হয়নি।

তিনি আরও বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের পর বিএনপির একজন নেতা সংবাদ সম্মেলনে বলেছেন ক্ষমতাসীন দল ২০১৪ সাল থেকে লবিস্ট নিয়োগ করেছে। তিনি বলেছেন, ক্ষমতাসীন দল লবিস্টের পেছনে ৩ লাখ ২০ হাজার ডলার বা ৩০ কোটি টাকা প্রতি বছর খরচ করে আসছে।

মুজিবুল হক বলেন, ক্ষমতাসীন দল আসলে কি লবিস্ট নিয়োগ করেছিল? কী কারণে করেছিল? এই টাকা কি সরকারের কোষাগার থেকে গেছে নাকি দলের নিজস্ব সোর্স থেকে গেছে?

তিনি আরও বলেন, দেশের মানুষ এবং আমরাও জানতে চাই বিএনপি লবিস্ট নিয়োগের টাকা কোত্থেকে পেল? ক্ষমতাসীন আওয়ামী লীগও লবিস্ট নিয়োগ করেছিল কি না, করলে তার ফান্ড কোত্থেকে পেল—এ বিষয়ে নিরপেক্ষ সংস্থার তদন্ত বা সরকারের একটি বিবৃতি জানতে চাই। দেশের মানুষকে এটা জানানো হোক।

Comments

The Daily Star  | English

How hot is too hot?

Scientists say our focus should not be on just heat, but a combination of heat and humidity

2h ago