‘যেটা রাবিশ সেটাকে রাবিশ বলা অভ্যাসে পরিণত হয়েছিল’

আবুল মাল আব্দুল মুহিত। ছবি: রেজাউল করিম বায়রন/স্টার

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানালেন যে যেটা রাবিশ সেটাকে রাবিশ বলা একসময় তার অভ্যাসে পরিণত হয়েছিল। আজ মঙ্গলবার ৮৯ বছরে পা রাখলেন তিনি। এ উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমির মাঠে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকার সময়ের স্মৃতিচারণ করেন তিনি।

এ সময় সাবেক এই অর্থমন্ত্রী বলেন, 'আমার পরিবারের সদস্যরা, ঘনিষ্ঠজনেরা আর রাবিশ না বলার জন্য বলেছেন। তারপরও অভ্যাস বলে কথা। যেটা রাবিশ সেটাকে রাবিশ বলেছি।'

তিনি বলেন, 'আজকে জীবনের এমন একটা সময়ে কোনো উপদেশ দিতে চাই না। উপদেশ নিজে থেকে গ্রহণ করবেন। শুধু একটা কথা বলতে চাই, সেটা হলো মঙ্গলচিন্তা।'

আবুল মাল আব্দুল মুহিত বলেন, 'দেশের ও দশের মঙ্গলচিন্তা করতে হবে। সেই চিন্তা যদি করতে পারেন তাতে দেশের উপকার হবে, মানুষেরও উপকার হবে।'

বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল আই এই জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ আবুল মাল আব্দুল মুহিতের কর্মময় জীবনের ওপর একটা প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, সিএজি মুসলিম চৌধুরি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

6 killed as microbus plunges into canal in Noakhali

The accident took place around 5:40am in Chandraganj Purba Bazar area

13m ago