মগবাজারে ২ বাসের রেষারেষিতে কিশোর নিহত

গ্রেপ্তার বাসচালকদের ১ জন হেলপার, অন্যজন মাদক মামলার আসামি: র‌্যাব

রাজধানীর মগবাজার মোড়ে বেপরোয়া ২ বাসের রেষারেষিতে রাকিবুল হাসান (১৪) নামের এক কিশোর নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ চালকের মধ্যে ১ জন হেলপার বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের ভাষ্য, অন্য চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে।
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার মোড়ে বেপরোয়া ২ বাসের রেষারেষিতে রাকিবুল হাসান (১৪) নামের এক কিশোর নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ চালকের মধ্যে ১ জন হেলপার বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের ভাষ্য, অন্য চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা আছে।

গত ২০ জানুয়ারি মগবাজার মোড়ে বেপরোয়া গতিতে চলতে থাকা আজমেরী গ্লোরি পরিবহনের ২ বাসের মাঝে চাপা পড়ে মাস্ক বিক্রেতা কিশোর রাকিবুল। সে সময় তাকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এর পরিপ্রেক্ষিতে মো. মনির হোসেন (২৭) ও মো. ইমরান (৩৪) নামের ২ চালককে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

আজ বুধবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, সেদিন মগবাজার মোড়ের সিগন্যাল ছেড়ে দিলে বাস ২টি দ্রুত এগিয়ে যাচ্ছিল। বেশি যাত্রী তোলার জন্য পরবর্তী স্টপেজে আগে পৌঁছানোই তাদের উদ্দেশ্য ছিলো। এ অবস্থায় একটি বাস আরেকটিকে ওভারটেক করার সময় ২ বাসের মাঝে চাপা পড়েন কিশোর রাকিবুল।

মঈন জানান, মামলার ১ নম্বর আসামি মনির হোসেন মূলত হেলপার। ঘটনার দিন গুলিস্তান থেকে মূল চালকের হাত থেকে বুঝে নিয়ে তিনি বাসটি মগবাজার পর্যন্ত চালিয়ে নিয়ে আসেন। আর গ্রেপ্তার চালক মো. ইমরানের বিরুদ্ধে কুমিল্লার দাউদকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আছে।

Comments

The Daily Star  | English

Students back to school even as Met office extends heat alert

All primary and secondary schools, as well as colleges, reopened today after a long break that included the Eid-ul-Fitr and Pahela Baishakh holidays, and a week off due to the ongoing heatwave

34m ago