চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জানে আলমসহ ৫ জনের বিরুদ্ধে ৬ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জানে আলমসহ ৫ জনের বিরুদ্ধে ৬ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-২-এর সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- ফটিকছড়ির জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ট্যাগ অফিসার প্রণবেশ মহাজন (৪৪), কৃষি ব্যাংক ফটিকছড়ি হেয়াকো শাখার সাবেক ব্যবস্থাপক মুহাম্মদ আজিজুল হক (৩৫) এবং একই শাখার কর্মকর্তা সুজিত কুমার নাথ (৫৬) ও মো. আবুল কাশেম (৬১)।

দুদক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, আসামিরা ফৌজদারি অপরাধ করেছেন এবং ব্যক্তিগত লাভের জন্য একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহার করেছেন।

Comments

The Daily Star  | English

Heat stress jeopardises dairy industry

There are around 2.5 crore cows and 13 lakh to 14 lakh farmers in the country. Of the farmers, 3.5 lakh own large farms, according to the Dairy Farm Owners Association in Bangladesh.

1h ago