আরও ৮ ট্রফি জিতল কে-পপ ব্যান্ড বিটিএস

কে-পপ ব্যান্ড বিটিএস। ছবি: সংগৃহীত

কে-পপ বয় ব্যান্ড বিটিএস গত বছর প্রকাশিত অ্যালবাম ও গানের জন্য ১১তম গাউন চার্ট মিউজিক অ্যাওয়ার্ডসের ৮টি ট্রফি জিতেছে। দ্য কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোরিয়া হেরাল্ড জানিয়েছে, গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার পূর্ব সিউলের জামসিল অ্যারেনায় অনুষ্ঠিত বার্ষিক সঙ্গীত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাত সদস্যের বিটিএস সর্বাধিক পুরষ্কার জিতেছে। যার মধ্যে আছে বছরের সেরা শিল্পীর ৩টি ট্রফি।

প্রতি মাসে চার্টে শীর্ষে থাকা ১২টি ডিজিটাল গান এবং ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে গত বছরের ৩০ নভেম্বরের মধ্যে ত্রৈমাসিক ভিত্তিতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ৪টি অ্যালবামকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

চার্ট পরিসংখ্যানের ওপর ভিত্তি করে, গত বছরের মে এবং জুলাইয়ের জন্য সেরা গান নির্বাচিত হয়েছে বিটিএসের 'বাটার' এবং 'পারমিশন টু ডান্স' এবং সেপ্টেম্বরের জন্য সেরা গান নির্বাচিত হয় 'মাই ইউনিভার্স'। এছাড়া, 'বাটার' তৃতীয় ত্রৈমাসিকের সেরা অ্যালবাম নির্বাচিত হয়েছে।

এ ছাড়াও, আরও চারটি ক্যাটাগরিতে ট্রফি জিতেছে বিটিএস। এগুলো হলো- বছরের মিউজিক স্টেডি সেলার, বছরের সোশ্যাল হট স্টার, মুবিট গ্লোবাল চয়েস এবং রিটেইল অ্যালবাম। তবে, বিটিএস এই অনুষ্ঠানে উপস্থিত ছিল না। কারণ দলটির সদস্যরা দীর্ঘমেয়াদী বিরতিতে আছেন।

Comments