ঢালিউড

নিপুণকে চুমু নিয়ে এমন ফান করতে নিষেধ করবেন: পীরজাদা হারুন

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে অভিনেত্রী নিপুণ অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী পীরজাদা হারুন।
পীরজদা হারুন ও নিপুণ

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে অভিনেত্রী নিপুণ অভিযোগ অস্বীকার করেছেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী পীরজাদা হারুন।

অভিযোগের ব্যাপারে তিনি দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'এমন কিছুই ঘটেনি।'

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নিপুণ আজ রোববার বিকেলে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, 'নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে ২টা চুমু চেয়েছিলেন। তাকে থাপড়ানো উচিত। সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল। তাকে সিনেমা-নাটকে কোনোদিন নেওয়া উচিত না।'

গত শুক্রবার সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নিপুণ। তিনি জায়েদ খানের কাছে পরাজিত হন। নিপুণের আপিলের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার বিকেলে ভোট পুনর্গণনা করা হয়। তাতেও ভোটের ফল অপরিবর্তিত থাকে। এরপর আজ সংবাদ সম্মেলন করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে পীরজাদা হারুন আরও বলেন, 'এমন পরিস্থিতির কোনো অস্তিত্ব নেই। নিপুণ কেন এমন বলবে? দুইজনের সামনে কি এমন কথা বলা যায়? নিপুণকে এমন ফান করতে নিষেধ করবেন।'

পীরজাদার বিরুদ্ধে অভিযোগ করে নিপুণ বলেন, 'এখানে জায়েদ খান, এফডিসির এমডি, আর নির্বাচন কমিশনার পীরজদা হারুন একটা চক্র। তারা সবাই মিলে জায়েদ খানকে জিতিয়ে দিয়েছে। তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভিডিওতে সেটা দেখা গেছে।'

'আমি আবার শিল্পী সমিতির নির্বাচনে শুধু সাধারণ সম্পাদকের ভোট চাই। অন্যপদের নির্বাচন চাইছি না। আমি সবকিছুর জন্য উচ্চ আদালতে যাবো।'

Comments

The Daily Star  | English

10, 638 candidates pass 46th BCS preliminary test

A total of 10, 638 candidates passed the preliminary test of 46th Bangladesh Civil Service (BCS) examinations

47m ago