ভারতে একদিনে মৃত্যু ১ হাজার ১৯২

ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৬৭ হাজার ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন আরও ১ হাজার ১৯২ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার ১১.৬৯ শতাংশ।

আজ মঙ্গবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৯৬ হাজার ২৪২ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৭৬ জন এবং সুস্থতার ৯৪.৩৭ শতাংশ।

২০২০ সালের ১৯ ডিসেম্বর ভারতে আক্রান্তের সংখ্যা এক কোটির গণ্ডি অতিক্রম করে। পরে গত বছরের ৪ মে দুই কোটির মাইলফলক অতিক্রম করে এবং ২৩ জুন তিন কোটি অতিক্রম করে।

ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দ আজ জানিয়েছেন, দেশটির প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৯০ শতাংশ প্রথম ডোজ পেয়েছেন।

এর আগে, দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছিলেন- দেশের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৭৫ শতাংশের বেশি মানুষকে পুরোপুরি টিকা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

US cuts tariffs on Bangladesh to 20% after talks

The deal for Dhaka was secured just hours before a midnight deadline set by President Donald Trump

1h ago