সমুদ্র ভ্রমণ শেষে

সমুদ্র ভ্রমণ শেষে

নাসির আহমেদ

 

সমুদ্র ভ্রমণ শেষে ফিরে এসে দেখি এই শরীরের ভাঁজে

কেবল ফেনার গন্ধ,নিঃশ্বাসে গর্জন অতৃপ্তির।

সেই চির অতৃপ্তির দাহে জ্বলে বিনিদ্র সাগর -

যা কখনো মানুষের বোধগম্য নয়।

 

সমুদ্র ভ্রমণ শেষে ফিরে এসে মনে হলো - এই

লোকালয়- জনপদে হাঙ্গরের তীক্ষ্ণ দাঁত শুধু

উত্তাল ঢেউয়ের ক্রোধ মানুষের হাড়ে হাড়ে

কেমন দাউদাউ জ্বলে অদৃশ্য আগুন! আগে জানাই ছিল না।

 

সত্যি আগে বুঝি নাই রুদ্ধশ্বাস চাপা-কান্না কত

মানুষ লুকিয়ে রেখে বুকের গোপন ক্ষত আশ্চর্য নৈপুণ্যে

মুখোশের অন্তরালে থেকে রাখে প্রকৃত চেহারা!

কেমন লবণজলে ভাসমান তৃষ্ণা শুধু গোপনে পোড়ায়।

 

সমুদ্র ভ্রমণ শেষে অন্তহীনতার মর্ম কিছু টের পাই

জলের ফেনায় কত পাথরের কান্না জেগে থাকে!

রক্তের ভেতরে বাজে সুতীব্র কান্নার সুর সরোদ গাম্ভীর্যে।

অন্ধকারে ভয়াবহ এই মাত্রা জীবনের বাতিঘরহীন।

 

অনন্ত নক্ষত্রবিথী জ্বলছে আকাশ জুড়ে, দূরে

বহুদূরে সেই আলো পৌঁছে না সাগরজলে ঢেউয়ে

তবু অন্বেষণে ভাসে অনিশ্চিত পথে

আলোক-পিপাসু এই মানব- জাহাজ।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

1h ago