ট্রাক চাপায় রাবি শিক্ষার্থী নিহত, প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কের বিভিন্ন অংশে টায়ার, কাঠ পুড়িয়ে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ছবি: আরাফাত রহমান/স্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় ১ শিক্ষার্থী নিহত ও অপর আরেক শিক্ষার্থী আহতের ঘটনার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাবি শিক্ষার্থীরা। দুর্ঘটনার পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অন্তত ৩০০-৪০০ শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে।

এ সময় তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সড়কের বিভিন্ন অংশে টায়ার, কাঠ পুড়িয়ে আগুন জ্বালিয়ে দেয়।

মহাসড়ক অবরোধকারী শিক্ষার্থীরা দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকচালক ও মালিকের শাস্তি দাবি করেন। তারা শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেন।

ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় দায়ীদের বিচার দাবি করে অবরোধকারীদের বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়।

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন রাস্তায় মোটরসাইকেলে যাওয়ার সময় নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাকের চাপায় গ্রাফিক্স ডিজাইন ক্র্যাফটস অ্যান্ড হিস্টোরি অফ আর্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল নিহত হন। এ সময় চতুর্থ বর্ষের শিক্ষার্থী রায়হান রিমেল আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে প্যারিস রোডে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আন্দোলন করছেন। এছাড়া, বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীণ ভবন এলাকাগুলোতে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নির্মাণাধীন ভবনের সামনে আগুন ধরিয়ে দেয়। ছবি: আরাফাত রহমান/স্টার

অবরোধকারী এক শিক্ষার্থী দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের ম্যানেজমেন্টের অভাব আছে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে বর্তমানে ৩টি বড় বড় নির্মাণকাজ চলছে। কিন্তু এগুলোর মালামাল পরিবহনের ট্রাকগুলো চলাচলের জন্য আলাদা কোনো রাস্তা নেই। বিশ্ববিদ্যালয়ের রাস্তাগুলোও বেশ সরু। এ রাস্তায় ট্রাক চললে আর কোনো পথচারীও সেখান দিয়ে যেতে পারে না।'

শিক্ষার্থী নিহত হওয়ার পরেও ঘটনাস্থলে প্রশাসনের কাউকে দেখা যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

ছবি: আরাফাত রহমান/স্টার

এ বিষয়ে জানতে রাবির জনসংযোগ কর্মকর্তা প্রদীপ কুমার পান্ডের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।

'রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন,' বলেন তিনি।

যোগাযোগ করা হলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন দ্য ডেইলি স্টারকে জানান, তারা শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের বিষয়টি জেনেছেন।

নিহত শিক্ষার্থীর মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্যারিস রোডের সামনে শিক্ষার্থীদের আন্দোলন। ছবি: আরাফাত রহমান/স্টার

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম।

উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার দুঃখ প্রকাশ করে জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেওয়া হবে।

'নিহত ও আহত শিক্ষার্থীর জন্য যা কিছু করা প্রয়োজন আমরা তাই করব,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Abdul Hamid's departure

Committee of 3 advisers formed to probe Abdul Hamid's departure

Led by CR Abrar, Syeda Rizwana Hasan, and Brig Gen (retd) M Sakhawat Hossain are part of the committee

18m ago