ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রাইভেটকারের ৩ যাত্রীর

দিনাজপুরের বিরামপুর উপজেলার লেভেল ক্রসিংয়ে বুধবার ভোরে পঞ্চগড় এক্সপেস ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের অন্তত ৩ যাত্রী নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত হাফিজুর রহমান দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খাগড়াবন (মাধপাড়া) গ্রামের হালিম শাহের ছেলে। নিহত অপর ২ জনের বিস্তারিত এখনো পুলিশের কাছে পাওয়া যায়নি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র মোহন্ত ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, বুধবার সকালে পার্বতীপুর উপজেলা থেকে প্রাইভেটকারটি দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির দিকে যাচ্ছিল। দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর উপজেলার লেভেল ক্রসিংয়ে পৌঁছালে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন নিহত হন।
সেখানে দারোয়ান অনুপস্থিত ছিলেন বলে জানান স্থানীয়রা।
Comments