অঞ্জলি-ভক্তিতে দেবী বীণাপাণির আরাধনা

pooja_5feb22.jpg
ছবি: প্রবীর দাশ/স্টার

করোনাভাইরাস সংক্রমনের ঊর্ধ্বগতির মধ্যে মঙ্গলযজ্ঞ, আরতি আর পুষ্পাঞ্জলি নিবেদনে সেই আড়ম্বর হয়তো নেই। তারপরেও রাজধানীসহ সারা দেশে চলছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা। বিদ্যা ও জ্ঞান লাভের জন্য দেবীকে আরাধনা করছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা।

স্বরস্বতী বিদ্যার দেবী বলে ঐতিহ্যগতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সব ধর্মের শিক্ষার্থীদের মধ্যেই এ দিনটি ভক্তি ও উৎসবের অন্যরকম আমেজ এনে দেয়। তবে এবার করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় পূজামণ্ডপে সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।

pooja1_5feb22.jpg
ছবি: প্রবীর দাশ/স্টার

শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

আজ শনিবার সকাল ৭টা ৭ মিনিটে শুরু হয়েছে পঞ্চমী তিথি। কাল রোববার সকাল ৭টা ৯ মিনিটে পূজার তিথি সমাপ্ত হবে। পূজার আনুষ্ঠানিকতার বাইরে এদিন শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হয়।

সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়।

পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটি সরস্বতী পূজার আয়োজন করেছে। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবেও পূজা অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago