বিদায় গানের পাখি…

কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর ভারতীয় উপমহাদেশের সংগীতভক্তদের সুরের মায়াজালে বেঁধে রেখেছিলেন দীর্ঘ ৭ দশকেরও বেশি সময় ধরে। শাস্ত্রীয় সংগীত থেকে শুরু করে রোমান্টিক গান, এমনকি ভজনও গেয়েছেন তিনি। সব ধরনের গানেই তিনি দর্শক-সমালোচকদের সাধুবাদ পেয়েছেন।

চল্লিশের দশকের মাঝামাঝি সময়ে ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করা লতা অল্প সময়েই হয়ে উঠেছিলেন ইন্ডাস্ট্রির  অপরিহার্য একটি নাম। গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার যেমন বলেছিলেন, ভারতীয় সিনেমার গান মানেই লতা মঙ্গেশকর। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষার পাশাপাশি বিদেশি ভাষাতেও তিনি গান করেছেন।

বাংলাদেশের একাধিক প্রজন্মের কাছেও লতার কণ্ঠ স্বপ্নের মতো। বাংলা সিনেমাতেও প্রায় ২০০ গান রয়েছে লতার। অনন্য প্রতিভাময়ী ও সর্বজনশ্রদ্ধেয় লতাকে 'সুরসম্রাজ্ঞী' বলেও ডাকেন কেউ কেউ। আবার অনেকের বিচারে ভারতের সর্বকালের সেরা সংগীত শিল্পীদের একজন তিনি।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

4h ago