মেসির নৈপুণ্যে লিলের জালে পিএসজির গোল উৎসব

একটি গোল করলেন। একটি করালেন। আরও দুটি গোলে রাখলেন অবদান। পুরো ম্যাচ জুড়েই অসাধারণ পারফর্ম করেছেন লিওনেল মেসি। আর তার নৈপুণ্যেই বর্তমান চ্যাম্পিয়ন লিলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে পিএসজি।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে লিলকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। ম্যাচে জোড়া গোল পেয়েছেন দানিলো পেরেইরা। মেসির সঙ্গে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপে ও প্রেসনেল কিম্পেম্বে।

অথচ কদিন আগেই ফরাসি কাপে অপেক্ষাকৃত দুর্বল নিসের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে পিএসজি। অন্যদিকে লিগে এ নিয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত রইল তারা।

ম্যাচের শুরুতে অবশ্য সমান তালেই লড়াই হয়েছে। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে প্যারিসের দলটি। শেষ পর্যন্ত ৫৯ শতাংশ বল পায়ে ছিল তাদের। মোট ১৮টি শটের ৭টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে ১০টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে লিল।

তবে পিএসজি নিজেদের প্রথম দুটি গোলই পায় প্রতিপক্ষ গোলরক্ষক আইভো গ্রোবিকের ভুলে। দশম মিনিটে বাঁ প্রান্ত থেকে নুনো মেন্ডেসের শট গোলরক্ষকের হাত থেকে ফসকে গেলে ফাঁকায় আলতো টোকায় লক্ষ্যভেদ করেন পেরেইরা। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করতে পারতেন মেসি। কিন্তু তার দূরপাল্লার শট বারপোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট হয়।

পরের মিনিটে লিলের সভেন বোটমানের জোরাল হেড কর্নারের বিনিময়ে ঠেকান পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। ২৮তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান বোটমানই। অবশ্য এ গোলের মূল কৃতিত্ব হাতেম বেন আফ্রার। বাঁ প্রান্ত দিয়ে দুই খেলোয়াড়কে কাটিয়ে আরও তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে নিখুঁত এক কাটব্যাক করেন তিনি। দারুণ এক সাইডভলিতে বল জালে পাঠান বোটমান।

তিন মিনিট পরই ফের এগিয়ে যায় পিএসজি। মেসির কর্নার এগিয়ে ফিস্ট করতে চেয়েছিলেন লিল গোলরক্ষক। কিন্তু ফ্লাইট মিস করলে গোলমুখে ফাঁকায় পেয়ে যান কিম্পেম্বে। আলতো টোকায় বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি এ ডিফেন্ডারের।

৩৮তম মিনিটে গোল পান মেসি। আক্রমণে যাওয়া এমবাপের কাছ থেকে লিলের এক ডিফেন্ডার বল কেড়ে নিয়ে শট করলে লাগে মেসির পায়ে। সেখান থেকে ডি-বক্সে ঢুকে আলতো চিপে গোলরক্ষকের উপর দিয়ে লক্ষ্যভেদ করেন এ আর্জেন্টাইন তারকা। লিগ ওয়ানে পিএসজির এটা মেসির দ্বিতীয় গোল।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পেতে পারতেন মেসি। ফ্রি-কিক থেকে নেওয়ার তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। চলতি আসরে এই নিয়ে আটবার মেসির শট ক্রসবার কিংবা পোষ্টে লাগল।

৫১তম মিনিটে আশরাফ হাকিমির কাটব্যাক থেকে নেওয়া মেসির শট অবিশ্বাস্যভাবে ফেরান লিল গোলরক্ষক। তবে ফিরতি বল লেয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে পেয়ে জোরালো শট নেন পেরেইরা। তার শট প্রতিপক্ষের একজনের গায়ে দিক বদলে জালে জড়ালে ব্যবধান আরও বাড়ে।

৬৭তম মিনিটে অসাধারণ এক গোলে ব্যবধান আরও বাড়ান এমবাপে। মাঝ মাঠ থেকে মেসির বাড়ানোর বল ধরে এমবাপেকে দেন মার্কো ভেরাত্তি। বল ধরে দি -বক্সের বাইরে থেকে দারুণ এক কোণাকোণি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন এ ফরাসি তারকা। আসরে এটা তার একাদশ গোল।

এরপর অবশ্য দোনারুমার প্রচেষ্টায় ব্যবধান কমাতে পারেনি লিল। দুই দফা গোললাইন থেকে বল ফেরান তিনি। ম্যাচের শেষ দিকে অবিশ্বাস্য এক মিস করেন মার্কুইনোস। মেন্ডেসের ক্রস থেকে গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন এ ব্রাজিলিয়ান। তবে এর আগেই বড় জয় মিলেছে দলটির।

২৩ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে পিএসজির সংগ্রহ ৫৬ পয়েন্ট। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মার্সেই। ১১ নম্বরে থাকা লিলের পয়েন্ট ৩২।

Comments

The Daily Star  | English

Fresh clash erupts between CU students, locals

Both sides were seen hurling brickbats and wielding sticks during the confrontation, turning the area into a battlefield

1h ago