বাঘের মুখ থেকে ফিরে এলেন জেলে

স্টার অনলাইন গ্রাফিক্স

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হয়েছেন এক জেলে। 

আবু হায়াত ঢালী (৪৫) নামের ওই জেলে গতকাল রোববার বিকেল ৫টার দিকে বাঘের মুখে পড়েন। পরে প্রায় ২০ মিনিট লড়াই করে তাকে বাঘের মুখ থেকে ছিনিয়ে আনেন তার সঙ্গীরা।

আহত আবু হায়াত শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালি গ্রামের আহসানুল্লাহ ঢালীর ছেলে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর আজ সোমবার সকালে তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

টেংরাখালি গ্রামের বাসিন্দা বাবলু জানান, তিনি ও আবু হায়াতসহ নূর ইসলাম গাজী নামের এক কৈখালী স্টেশন থেকে বনবিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের নদীতে মাছ ধরতে যান। এই স্টেশনের দারগাং খালের মধ্যে জ্বালানি কাঠ জোগাড়ের জন্য নৌকা থেকে নামার সঙ্গে সঙ্গে বাঘ আবু হায়াতের মুখে থাবা মারে। তারাও তখন দা ও নৌকার বৈঠা দিয়ে বাঘটিকে প্রতিহত করার চেষ্টা করেন।

এ অবস্থায় বাঘটি আবু হায়াতকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে বলে জানান বাবলু। তারা তখন নৌকায় দা ও বৈঠা দিয়ে বাড়ি মেরে শব্দ করলে বাঘটি পালিয়ে যায়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রাজু ইসলাম জানান, আবু হায়াতের মুখ ও গলার ৩ জায়গায় ক্ষত তৈরি হয়েছে।

Comments

The Daily Star  | English

Afghanistan earthquake kills 800 with more than 2,500 injured

More than 1.2 million people likely felt strong or very strong shaking

9h ago