করোনাকালে বই বিক্রি বেড়েছে যেসব দেশে

ছবি: সংগৃহীত

করোনাকালে ছাপা বইয়ের বিক্রি বেড়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশে। এটা প্রকাশক এবং বইপ্রেমীদের জন্য নিঃসন্দেহে এটি একটি স্বস্তির খবর। 

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক সাময়িকী পাবলিশার্স উইকলিতে চলতি বছরের জানুয়ারি মাসে এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে ছাপা বইয়ের বিক্রির হার বেড়েছে। নিয়েলসেন বুকস্ক্যানের তথ্য উদ্ধৃত করে পাবলিশার্স উইকলি প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর যুক্তরাজ্যে বই বিক্রি ৩ শতাংশ বেড়েছে। এ সময় ২১২ মিলিয়নেরও বেশি ছাপা বই বিক্রি হয়েছে এবং মোট বিক্রির পরিমাণ ১ দমমিক ৮২ বিলিয়ন পাউন্ড। যা বুকস্ক্যানের মাধ্যমে রেকর্ড করা সর্বোচ্চ পরিসংখ্যান।

ফ্রান্সের পাবলিশার্স অ্যাসোসিয়েশনের (সিন্ডিকেট ন্যাশনাল দে এল' এডিশন, এসএনই) সভাপতি ভিনসেন্ট মন্টেন বলেছেন, বই বিক্রি থেকে আয় ২০২০ সালের তুলনায় ২০ শতাংশ এবং ২০১৯ সালের তুলনায় ১৯ শতাংশ বেড়েছে। যদিও তিনি নির্দিষ্ট বিক্রয় পরিসংখ্যান দেননি। তবে, ফ্রেঞ্চ বুকসেলার্স অ্যাসোসিয়েশনের (সিন্ডিকেট দে লা লিব্রাইরি ফ্র্যান্সেজ, এসএলএফ) পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে সদস্য স্টোরগুলোতে বিক্রি বেড়েছে ২০ দমমিক ৪ শতাংশ ও ২০১৯ সালের তুলনায় ২৪ দশমিক ৩ শতাংশ।

এসএলএফ সভাপতি ও মার্টেল ফ্যামিলি বুকশপের সহপরিচালক অ্যান মার্টেল দ্য বুকসেলার ম্যাগাজিনকে এ তথ্য জানিয়েছেন বলে পাবলিশার্স উইকলির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাবলিশার্স উইকলি বলছে, ২০২১ সালে ফ্রান্স সরকার কর্তৃক বাস্তবায়িত বেশ কয়েকটি প্রোগ্রামের মাধ্যমে ফরাসি বই বিক্রেতাদের সহায়তা করা হয়। যেমন- বই পড়া এবং সংস্কৃতি সচেতনতা বাড়াতে প্রচারাভিযান চালানো। এর মধ্যে আছে সারা দেশে ১৮ বছর বয়সীদের সাংস্কৃতিক পণ্যে কিনতে ৩০০ ইউরো সহায়তা এবং সেগুলোর মধ্যে বই অন্যতম। এর ফলে প্রায় ৩ হাজার অংশগ্রহণকারী বইয়ের দোকানে প্রায় ৪ লাখ ২৬ হাজার বই বিক্রি হয়। এই কার্যক্রম ২০২২ সালে ১৫-১৭ বছর বয়সীদের জন্য প্রসারিত করা হচ্ছে। যা প্রকাশনা শিল্পকে আরও এগিয়ে নেবে।

জার্মান প্রকাশকরা বলছেন, জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে সামগ্রিকভাবে প্রায় ৩ শতাংশ এবং ২০১৯ সালের তুলনায় এক শতাংশ বই বিক্রি বেড়েছে। মিডিয়া কন্ট্রোলের ২০২১ সালের বাজার প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে পাবলিশার্স উইকলি। তবে, ব্রিকস ও মর্টার স্টোরে বই বিক্রিতে লকডাউনের প্রভাব পড়ে এবং বিক্রির পরিমাণ ২০১৯ সালের প্রাক-মহামারি সময়ের তুলনায় ১১ শতাংশ কমেছে।

 

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago