শাবিপ্রবিতে যাওয়ার আগে দেড়টায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যাওয়ার আগে দুপুর দেড়টায় ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র ইয়াসির সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, '১১ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানাতে দেড়টার দিকে সিলেট সার্কিট হাউজে যাবে। সেখানে শিক্ষামন্ত্রীর সঙ্গে সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এরপর শিক্ষামন্ত্রী শাবিপ্রবিতে এসে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।'

শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে আজ সকালে সিলেট পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

পরে মোটরযোগে সিলেট সার্কিট হাউজে যান শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রী। সফরসূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী।

সভা শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী বলেন, 'শাবিপ্রবির সমস্যা সমাধানে সরকার সব ধরনের চেষ্টা করছে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদেরও দায়িত্ব রয়েছে। সব সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।'

মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবেন শিক্ষামন্ত্রী। পরে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেবেন তিনি।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

6h ago