জড়িয়ে ধরতে গেলেন খালেদ, ঠেলে সরিয়ে দিলেন মুশফিক

ছবি: বিসিবি

থিসারা পেরেরার বলে লিটন দাসের ক্যাচ গ্লাভসে জমিয়ে উল্লাসে মাতলেন মুশফিকুর রহিম। তা উদযাপন করবেন না-ই বা কেন! লিটন যে রীতিমতো তাণ্ডব চালাচ্ছিলেন তাদের ওপর। কিন্তু সতীর্থ সৈয়দ খালেদ আহমেদ উদযাপনে শামিল হতে গেলে বদলে গেল মুশফিকের আচরণ। আলিঙ্গনের পরিবর্তে উল্টো খালেদকে ঠেলে সরিয়ে দিলেন তিনি! সেসময় মুশফিকের শরীরী ভাষায় ক্ষোভের ছাপ ছিল স্পষ্ট।

শুক্রবার বিপিএলে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে ঘটেছে এই ঘটনা। কুমিল্লা ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে থামে লিটনের আগ্রাসন। ১৭ বলে ৪১ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। বিস্ফোরক ইনিংসে তিনি হাঁকান ৪টি চার ও ৩টি ছক্কা। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় কুমিল্লা।

লিটন আউট হওয়ার পর উইকেট উৎসবে বাকিদের মতো যোগ দিতে যান খুলনার পেসার খালেদ। ক্যাচ লুফে নেওয়া মুশফিকের সঙ্গে কোলাকুলি করতে গেলে অবতারণা হয় অমন দৃষ্টিকটু দৃশ্যের। বুকে জড়িয়ে নেওয়ার বদলে খালেদকে ঠেলে দূরে সরিয়ে দেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিক। খালেদ অবশ্য গায়ে মাখেননি দলীয় অধিনায়কের ওই প্রতিক্রিয়া। পরে হাসতে হাসতে মুশফিককে জড়িয়ে ধরেন তিনি।

Mushfiq3

কিন্তু খালেদের ওপর মুশফিকের ক্ষিপ্ত হওয়ার কারণ কী? সেজন্য যেতে হবে একটু পেছনে। মাঠ ছাড়ার আগের ওভারেই জীবন পেয়েছিলেন লিটন। সেসময় তিনি খেলছিলেন ১৪ বলে ৩৪ রানে। বাঁহাতি পেসার রুয়েল মিয়ার বল পুল করতে গিয়ে আকাশে তুলে দেন। ফাইন লেগে থাকা খালেদ বলের নিচে পৌঁছেও ক্যাচ তালুতে জমাতে ব্যর্থ হন। বেঁচে গিয়ে পরের বলেই মিড উইকেট দিয়ে ছক্কা মেরে বসেন লিটন।

খালেদ ক্যাচ ফেলায় হয়তো রেগে গিয়েছিলেন মুশফিক। সহজ সুযোগ হাতছাড়া হলে যা হয়! কিন্তু কারণ যা-ই হোক না কেন, সতীর্থের সঙ্গে পরে তিনি যে আচরণ করেন তা প্রশ্নবিদ্ধ। ঘটনার সময় মুশফিক ও খালেদের পাশেই ছিলেন শ্রীলঙ্কান থিসারা ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। তারা দাঁড়িয়ে দেখেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকের ওই মূর্তি।

উল্লেখ্য, গত ২০২০ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মেজাজ হারিয়ে নজিরবিহীন এক ঘটনার জন্ম দিয়েছিলেন মুশফিক। এলিমিনেটর ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের দিকে দুবার বল নিয়ে তেড়ে যান তিনি। মারতে উদ্যত হন মাঠের মধ্যেই। সেই ঘটনায় তীব্র বিতর্কের জন্ম হলে পরে নাসুম ও দেশের ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চান মুশফিক।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

2h ago