আইপিএল মেগা নিলাম: প্রথম ধাপে শ্রেয়াসকে নিয়ে কাড়াকাড়ি

shreyas iyer
১২ কোটি ২৫ লাখ রূপিতে নতুন ঠিকানায় শ্রেয়াস আইয়ার

আইএলের নিলামের প্রথম ধাপে ১০ মার্কি খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ মূল্য পেয়েছেন শ্রেয়াস আইয়ার। ডানহাতি এই ব্যাটসম্যানকে ১২ কোটি ২৫ লাখ রূপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ডেভিড ওয়ার্নারকে পেয়েছে দিল্লি ক্যাপিটালস। কলকাতা প্যাট কামিন্সকে এবারও রাখতে পেরেছে।

বেঙ্গালুরুরতে শনিবার বাংলাদেশ সময় সাড়ে ১২টায় শুরু হয় ১০ দল নিয়ে আইপিএলের মেগা নিলাম। নিলাম শুরু হয় শেখর ধাওয়ানকে দিয়ে। প্রথম তাকে ভিত্তিমূল্যে বিড করে রাজস্থান রয়্যালস। তাদের সঙ্গে লড়াইয়ে নামে দিল্লি ক্যাপিটালস। দুই ফ্র্যাঞ্চাইজির লড়াইয়ে নাম ৫ কোটি রুপির বেশি ছাড়ালে আচমকা যোগ দেয় পাঞ্জাব কিংস। দিল্লির সঙ্গে লড়াই চলে তাদের। ৫ কোটি ছাড়িয়ে গেলে নিজেদের সরিয়ে নেয় দিল্লি। ধাওয়ান হয়ে যান পাঞ্জাবের।

এখন পর্যন্ত নিলামের সবচেয়ে কাড়াকাড়ি হয়েছে শ্রেয়াসকে নিয়েই। শ্রেয়াসকে পেতে লড়াইয়ে ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তার আগের দল দিল্লি। পরে তাতে যোগ দেয় কলকাতা। তিন দলেরই মূলত দরকার একজন অধিনায়ক। অধিনায়ক দরকার লখনউ সুপার জায়ান্টেরও। তারাও এক পর্যায়ে এসে বিডিং শুরু করলে জমে যায়। শেষ পর্যন্ত শ্রেয়াসকে পেতে মরিয়া ছিল কলকাতা। ১২ কোটির উপর দাম হাঁকিয়ে ভারতীয় এই ব্যাটারকে নিল তারা। কলকাতা এর আগে ৭ কোটি ২৫ লাখ রূপিতে দলে নেয় প্যাট কামিন্সকে।

কেবল ৫ কোটি রূপিতে রবীচন্দ্রন অশ্বিনের ঠিকানা রাজস্থন রয়্যালস। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে লড়াই করে ট্রেন্ট বোল্টকেও ৮ কোটি রূপিতে দলে ভেড়ায় রাজস্থান।

১০ মার্কি প্লেয়ারের কে কত দামে কোন দলে

শেখর ধাওয়ান  (৮ কোটি ২৫ লাখ রূপি - পাঞ্জাব কিংস), রবীচন্দ্রন অশ্বিন (৫ কোটি রূপি- রাজস্থান রয়্যালস), প্যাট কামিন্স  (৭ কোটি ২৫ লাখ রূপি - কলকাতা নাইট রাইডার্স),  কাগিসো রাবাদা (৯ কোটি ২৫ লাখ- পাঞ্জাব কিংস) , ট্রেন্ট বোল্ট (৮ কোটি রূপি- রাজস্থান রয়্যালস), শ্রেয়াস আইয়ার  (১২ কোটি ২৫ লাখ রূপি, কলকাতা নাইট রাইডার্স) ,  মোহাম্মদ শামি (৬ কোটি ২৫ লাখ রূপি, গুজরাট টাইটান্স), ফাফ দু প্লেসি  ( ৭ কোটি রূপি- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), কুইন্টেন ডি কক  (৬ কোটি ৭৫ লাখ রূপি, লখনউ সুপার জায়ান্ট), ডেভিড ওয়ার্নার  ( ৬ কোটি ২৫ লাখ রূপি, দিল্লি ক্যাপিটালস)

Comments

The Daily Star  | English

The consensus to keep women out

The project of egalitarianism cannot be subcontracted to the very custodians of inequality.

8h ago