দ্বিতীয় দিনেও কেউ নিল না সাকিবকে 

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ছবি: ফিরোজ আহমেদ

প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সাকিব আল হাসানের প্রতি আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো দল। দ্বিতীয় দফায় তার নাম উঠলেও ফের অবিক্রীত থেকে যান তিনি। ফলে আইপিএল খেলা হচ্ছে না সাকিবের। 

রোববার আইপিএলের মেগা নিলামের একদম শেষ ভাগে দলগুলোর চাহিদা অনুযায়ী আরেক দফা অবিক্রীত ক্রিকেটারদের নাম নিলামে ওঠানো হয়। অ্যাকসেলারেটেড অকশনে  ২ কোটি ভিত্তি মূল্যের সাকিবের নাম ওঠার পর সঞ্চালক চারু শর্মা দলগুলোর মনোযোগ কাড়ার চেষ্টা করেন। তবে বাংলাদেশের শীর্ষ তারকাকে দলে পেতে কারোরই কোনো আগ্রহ দেখা যায়নি। ফলে চোটগ্রস্ত কোনো খেলোয়াড়ের বিকল্প হওয়া ছাড়া আইপিএলে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল এই অলরাউন্ডারের।

আগের দিন বেঙ্গালুরুতে শুরু হয় আইপিএলের মেগা নিলাম। প্রথম দিনে তৃতীয় সেটেই অলরাউন্ডার ক্যাটাগরিতে নাম ওঠে সাকিবের। ১০ দলের মধ্যে হওয়া নিলামে কেউই তখন সাকিবকে পেতে আগ্রহী ছিল না। নিয়ম অনুযায়ী, অবিক্রীত থাকা ক্রিকেটারদেরকে দলগুলোর চাহিদা অনুযায়ী রোববার আবার নিলামে তোলা হলেও সেখানেও একই পরিস্থিতি হলো সাকিবের। তিনি অবিক্রিত থাকলেও এই সেশন থেকে দল পেয়েছেন ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, বেনি হাওয়েল, আলেক্স হেলস, ম্যাথু ওয়েড, ক্রিস জর্ডানরা। 

গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। তবে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। এবার চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) ঝলক দেখাচ্ছেন তিনি। ফরচুন বরিশালের হয়ে সবশেষ পাঁচ ম্যাচেই সেরা হয়ে গড়েছেন ইতিহাস। কিন্তু এই পারফরম্যান্স দিয়েও আইপিএলের দলগুলোর নজর কাড়া হলো না তার।

সবশেষ আইপিএলে ব্যাটে-বলে আলো ছড়াতে ব্যর্থ হন সাকিব। ফলে একাদশে তার সুযোগ মেলেনি নিয়মিত। আট ম্যাচে তিনি ব্যাট হাতে করেছিলেন মোটে ৪৭ রান, বল হাতে নিয়েছিলেন কেবল ৪ উইকেট।

২০০৯ সালে আইপিএলের জন্য প্রথমবার নাম পাঠালেও সেবার তাকে কেউ দলে নেয়নি। ২০১০ সালেও তিনি ছিলেন অবিক্রীত। ২০১১ সালে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জায়গা পান সাকিব। 

২০১৪ সালে আবার তাকে ধরে রাখে কলকাতা। দলটির হয়ে ৬ মৌসুম খেলার পর ২০১৮ সালে সাকিবকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। দলটির হয়ে খেলেছেন দুই মৌসুম। সর্বশেষ আসরে তাকে দলে ফিরিয়েছিল কলকাতা। তবে পারফরম্যান্স ছিল হতাশাজনক। 

২০১১ সাল থেকে আইপিএলে নিয়মিত হলেও ২০১৩ সালের আসরে তিনি খেলেননি ২০২০ সালে খেলতে পারেননি নিষিদ্ধ থাকার কারণে। ৩৪ পেরুনো সাকিব এবার দল না পাওয়ায় তার আইপিএল অধ্যায় শেষ হয়ে গেল কিনা এই সংশয় জাগছে। 

Comments

The Daily Star  | English
How artistes flamed cultural defiance in July

How artistes flamed cultural defiance in July

From stage to street, artistes and activists led a cultural revolt against brutality and censorship

7h ago