চাকরি

৪৪তম বিসিএসের আবেদনের সময় ৩০ দিন বাড়ল

৪৪তম বিসিএসের আবেদনের সময় ৩০ দিন বাড়ানো হয়েছে।
psc logo

৪৪তম বিসিএসের আবেদনের সময় ৩০ দিন বাড়ানো হয়েছে।

গতকাল রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহ্‌মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে ৪৪তম বিসিএসে আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২২, সন্ধ্যা ৬টার পরিবর্তে ২ মার্চ ২০২২ এর সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাক ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন কর্মকর্তা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Heatwave: Secondary schools, colleges in several districts closed tomorrow

All secondary schools, colleges, madrasas, and technical education institutions in several districts across the country including Dhaka, will be closed tomorrow due to the ongoing heatwave

33m ago