পৌর নির্বাচনেও মমতার জয়

তৃণমূল সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন এবং কলকাতা পৌর করপোরেশনের নির্বাচনের পর এবার বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল ও চন্দননগর পৌর করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

আজ সোমবার এ নির্বাচনের ফল ঘোষিত হয়।

এর মধ্য়ে বিধাননগর, চন্দননগর, আসানসোলে গতবারও জিতেছিল তৃণমূল। তবে এবার নতুন করে শিলিগুড়ি দখল করেছে দলটি।

সবশেষ খবর অনুযায়ী, আসানসোলের ১০৬টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৮২টি, বিজেপি ৬টি, কংগ্রেস ৩টি ওয়ার্ডে জয়ী বা এগিয়ে।  শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৭টি, বিজেপি ৫টি, বামফ্রন্ট ৪টি ও কংগ্রেস ১টি আসনে জয়ী বা এগিয়ে।

বিধাননগর করপোরেশনের ৪১টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩৯টি, কংগ্রেস ১টি ও অন্য দল ১টি ওয়ার্ডে জয়ী। চন্দননগর পৌর করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল ৩১টি ও বামফ্রন্ট ১টি ওয়ার্ডে জয়ী।

তৃণমূলের জয়ের পর দলটির নেতাকর্মী–সমর্থকরা উৎসবে মেতে উঠেছে। এই জয়ের পর টুইটে করে জয়ী ও সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

এই টুইট বার্তায় তিনি লিখেছেন, 'আরও একবার মা-মাটি-মানুষের বিপুল জয়। আসানসোল, বিধাননগর, শিলিগুড়ি ও চন্দননগরের মানুষকে শুভেচ্ছা। পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের উপর ভরসা ও বিশ্বাস রাখার জন্য অভিনন্দন। উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ।'

Comments

The Daily Star  | English
CAAB pilot licence irregularities Bangladesh

Regulator repeatedly ignored red flags

Time after time, the internal safety department of the Civil Aviation Authority of Bangladesh uncovered irregularities in pilot licencing and raised concerns about aviation safety, only to be overridden by the civil aviation’s higher authorities.

9h ago