‘স্টাইল’ ও ‘আত্মবিশ্বাসের’ কারণে ওয়ানডেতে জয়

নিউজিল্যান্ড সফরে টেস্টে দারুণ পারফর্ম করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। চলতি বিপিএলেও এই ডানহাতি ব্যাটসম্যান দেখাচ্ছেন ঝলক। ফল হিসেবে ওয়ানডে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, খেলার ধরণ ও আত্মবিশ্বাসের কারণে এই তরুণকে তাদের ভরসা করার মতো মনে হয়েছে।
নিউজিল্যান্ডে মাউন্ট মাঙ্গানুই টেস্টে ২২৮ বলে ৭৮ রানের ইনিংস খেলে দৃঢ়তা দেখান জয়। এবার বিপিএলে আবার ভিন্ন অ্যাপ্রোচে দেখা গেছে তাকে। ওপেন করতে নেমে দ্রুত রান আনার কাজটা করতে পেরেছেন সাবলীলভাবে।
আঁটসাঁট টেকনিক, ক্রিজে সাবলীল উপস্থিতি মিলিয়ে নজর কাড়া পারফরম্যান্স তার। ২০২০ সালে বাংলাদেশের যুব বিশ্বকাপ জেতাতেও ভূমিকা ছিল তার। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি।
এবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে দলে নেওয়া হয়েছে। মিনহাজুল জানান, জয়ের খেলার ধরণ আর আত্মবিশ্বাসে মুগ্ধ তারা, 'ও যেই স্টাইলে ব্যাট করে, আমরা যথেষ্ট আত্মবিশ্বাস আমাদের মিডল অর্ডারে ভাল করবে, যখন যেখানে টিম ম্যানেজমেন্ট মনে করে…(কাজে লাগাতে পারবে)। অনেক ভরসা করার মতো ও আত্মবিশ্বাসী ব্যাট করে। যদি এভাবেই আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করে তাহলে অনেক দিন দেশকে সার্ভিস দিতে পারে।'
২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের ওয়ানডে সিরিজে নামবে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।
Comments