আফগান দলে করোনার হানা

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান ক্রিকেট দল। তবে সিরিজ শুরুর আগে বেশ বড় ধাক্কা খেয়েছে দলটি। সিলেটে তাদের ক্যাম্পে কয়েক জন সদস্য করোনা পজিটিভ হয়েছেন বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী।

কোভিড পজিটিভ সদস্যদের আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে। তবে ঠিক কতজন সদস্য এবং কারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তা জানাতে পারেননি বিসিবির মনজুর। বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে, ৮ ক্রিকেটারসহ আফগান দলের মোট ১২ জন আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার সাংবাদিকদের মনজুর বলেন, 'আনুষ্ঠানিকভাবে সফর শুরু হচ্ছে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে। এখন যা হচ্ছে, সেটি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়। এই কারণে বিষয়টি আমাদের এখতিয়ারে নেই। এটা সত্য, ওদের কিছু ক্রিকেটারের করোনা পজিটিভ আছে। কিন্তু কতজন, তারা ক্রিকেটার কি-না সেসব কিন্তু আমরা জানি না।'

নিজস্ব ব্যবস্থাপনায় বর্তমানে সিলেটে ক্যাম্প করছে আফগানিস্তান দল। ক্যাম্প শেষে চট্টগ্রামে যাওয়ার পর বিসিবির মেডিকেল টিম সিরিজের সঙ্গে যু্ক্ত হবে। যে কারণে আভ্যন্তরীণ বিষয়টি জানাতে পারেননি মনজুর।

তবে বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস, 'আমি আসলে বিস্তারিত জানি না। তবে ওদের দল দুপুর পর্যন্ত অনুশীলন করেছে। হয়তো যারা আক্রান্ত, তারা আসেনি। বিষয়টির ব্যাপারে আমি ওয়াকিবহাল নই।'

আগামী ২৩ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে দুই দলের সিরিজ। বাকি দুটি ওয়ানডে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একই মাঠে। এরপর টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

আফগানিস্তান ওয়ানডে দল: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, শহিদ কামাল, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, আজমত ওমরজাই, রশিদ খান, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমদজাই ও ফরিদ আহমেদ মালিক।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল: রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরফুদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ ও ফরিদ আহমেদ মালিক।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

6h ago