‘সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে’

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন ফাইনালেও বড় বাধা হিসেবে দেখছেন সাকিবের ক্রিকেট মস্তিষ্ককে।
mohammad salauddin
কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচে মধ্যে দুই হার। এরপর আর ফরচুন বরিশালকে কেউ ঠেকাতে পারেনি। একের পর এক জয় তুলে ফাইনালে উঠে সাকিব আল হাসানের দল। দলটির এগিয়ে চলার পথে ব্যাটে-বলে পারফম্যান্সের পাশাপাশি নেতৃত্বেও ঝলক দেখান সাকিব। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন ফাইনালেও বড় বাধা হিসেবে দেখছেন সাকিবের ক্রিকেট মস্তিষ্ককে।

এবার বিপিএলের আগে খাতায় কলমে সেরা দুই দল ছিল কুমিল্লা ও বরিশাল। ৩৩  ম্যাচ পর তারাই উঠেছে ফাইনালে। শুক্রবার বিকেলে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি জয়ের মিশনে নামবে টুর্নানেমেন্টের সেরা দুই দল।

বিপিএলে কখনো শিরোপা জেতা হয়নি বরিশালের কোন ফ্র্যাঞ্চাইজির। এর আগে দুবার শিরোপা জেতার নজির আছে কুমিল্লার। তবে কুমিল্লার হিসেব নিকেশ বদলে দিতে পারেন সাকিব। অলরাউন্ড নৈপুণ্যের পাশাপাশি নেতৃত্ব দিয়ে আলো কাড়ছেন তিনি।

দলের চাপের মুহূর্তে তার নেওয়া অনেকগুলো সিদ্ধান্ত এই টুর্নামেন্টে বরিশালের সাফল্যের পেছনে কাজ করছে। দারুণ সব বিদেশি খেলোয়াড় নিয়েও তাই  তৃতীয় শিরোপার পথে সাকিবের ক্রিকেট মস্তিষ্ককে বড় বাধা দেখছেন সালাউদ্দিন, 'আমার মনে হয় বরিশালের যে শক্তি সেটা হচ্ছে সাকিব আল হাসান। সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে। সে খুবই ভালো অধিনায়কত্ব করছে। তার যতটুকু সোর্স আছে সেটা সে খুব ভালো কাজে লাগাচ্ছে। বিশেষ করে তার বোলিং বিভাগ নিয়ে। চারটা-পাঁচটা ম্যাচে খুব কম রান ডিফেন্ড করেছে। বোঝা যায় তারা পরিকল্পনা করে এগুচ্ছে। সে কারণে বললাম সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে। ও অনেক সময় যে কৌশল করে সেটা ব্যাটসম্যানরা বুঝতে পারে না। সেটা ওভারকাম করলে আমাদের জেতার সম্ভাবনা থাকবে।'

কুমিল্লার অধিনায়কত্ব করা ইমরুল আছেন আরেকটি মাইলফলকের সামনে। এর আগেও তার নেতৃত্বে বিপিএলের শিরোপা জিতেছিল কুমিল্লা। আরও একবার জিতে গেলে মাশরাফি মর্তুজার পর (৪বার) বিপিএলের দ্বিতীয় সফলতম অধিনায়ক হয়ে যাবেন তিনি। ফাইনালে মঞ্চে ইমরুলের মাথার দিকেও তাকিয়ে সালাউদ্দিন, 'ইমরুলও ভালো অধিনায়কত্ব করছে। ও যদি মাথা ঠান্ডা রাখে তাহলে আমাদের সুযোগ থাকবে।'

'একে তো স্নায়ু, তারমধ্যে কার মাথা কতটা কাজ করছে, উইকেট কতটা কে কাজে লাগাচ্ছে এটার উপর নির্ভর করবে ফলটা।'

খাতায় কলমে টুর্নামেন্টে সেরা দল গড়া কুমিল্লা প্রথম তিন ম্যাচেই পেয়েছিল জয়। এরপর তারা এগিয়েছে উত্থান-পতনের মাঝে। কিছু ম্যাচে পা হড়কেছে ভালো অবস্থা থেকে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বরিশালের বিপক্ষে মাঝারি রান তাড়া শক্ত অবস্থা থেকেও ম্যাচ হারে তারা। দলের এমন অবস্থার কথা ভেবেই ফাইনালে বাড়তি সতর্ক থাকছে কুমিল্লা, 'খুব বেশি ভালো খেলিনি, যতটুকু ভাল খেলা উচিত ছিল। নিজেরাই হয়ত কয়েকটা ম্যাচ নিজেরাই হেরেছি। আমরা খুব খারাপ খেলেছিলাম। কিন্তু ফাইনালে আসতে পেরেছি এটা বড় বিষয়। চেষ্টা করব যেন ফাইনালে ভাল খেলতে পারি।'

Comments

The Daily Star  | English
pharmaceutical industry of Bangladesh

Pharma Sector: From nowhere to a lifesaver

The year 1982 was a watershed in the history of the pharmaceutical industry of Bangladesh as the government stepped in to lay the foundation for its stellar growth in the subsequent decades.

15h ago