দফায় দফায় বাড়ছে সয়াবিন তেলের দাম

আবারও বেড়েছে ভোজ্য তেলের দাম। খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা এবং বোতলজাত তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সামনের রমজানে তেলের দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি ও এর প্রভাব বিষয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশ হয় বেশ কয়েকটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ+ এ দেখুন ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির কারণ ও এর প্রভাব।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

3h ago