আফগান সিরিজ সামনে রেখে চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলন

ছবি: দ্য ডেইলি স্টার

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আর দুই দিন পর। সিরিজকে সামনে রেখে রোববার চট্টগ্রামে পৌঁছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করেছে টাইগাররা। ছুটি কাটিয়ে গতকাল শনিবার দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দলের সঙ্গে যোগ দিয়ে শিষ্যদের দিক-নির্দেশনা দিয়েছেন।

এদিন সকাল আটটার ফ্লাইটে ঢাকা ছেড়ে যায় তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। পৌঁছানোর পর বিকাল ৩টা থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় অনুশীলন। স্বাগতিকদের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াডের দুজন অবশ্য এখনও পৌঁছাননি চট্টগ্রামে। তারা হলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

ছবি: দ্য ডেইলি স্টার

শরীরে কোনো রকমের উপসর্গ না থাকায় নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্সকে দলে যুক্ত করার চেষ্টা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তিনি এখনও করোনাভাইরাস পজিটিভ থাকায় সেটা সম্ভব হয়নি। তবে টোকিও ২০২০ গাইডলাইন অনুসারে, প্রথমবার পজিটিভ আসার ১০ দিন পর আর কোনো পরীক্ষা ছাড়াই আইসোলেশন থেকে মুক্ত হতে পারবেন সিডন্স। অর্থাৎ সিরিজের প্রথম ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দেবেন এই অস্ট্রেলিয়ান।

রশিদ খান-মোহাম্মদ নবিদের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশের জার্সিতে ফিরছেন তারকা ওপেনার তামিম। গত বছরের জুলাইতে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে শেষবার তাকে দেখা গিয়েছিল জাতীয় দলের হয়ে খেলতে। এরপর নানা তর্ক-বিতর্কের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো ঘোষণা দেন এই বাঁহাতি। গত মাসে তিনি জানিয়েছেন, আরও ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাববেন না। আর চোটের কারণে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট সিরিজে খেলা হয়নি তার।

ছবি: দ্য ডেইলি স্টার

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এই সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। এরপর টি-টোয়েন্টি সিরিজ হবে ঢাকায়। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ৩ ও ৫ মার্চ মাঠে গড়াবে ম্যাচ দুটি।

সুপার লিগে বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকার দুইয়ে। ১২ ম্যাচে ৮ জয়ে তাদের অর্জন ৮০ পয়েন্ট। ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ওয়ানডে সিরিজে পূর্ণ ৩০ পয়েন্ট প্রাপ্তির দিকেই নজর থাকবে ডমিঙ্গোর শিষ্যদের। অন্যদিকে, ৬ ম্যাচের সবকটিতে জিতে ৬০ পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে তালিকার ছয়ে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী ও মাহমুদুল হাসান জয়।

Comments

The Daily Star  | English
BNP activists gather at Nayapaltan to join Labour Day rally

BNP marks Labour Day with rally at Nayapaltan

Chanting slogans, the party activists and supporters began arriving at the venue from 12:00pm.

4h ago