আর্সেনালের 'উপহারে' দারুণ খুশি বার্সেলোনা

ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আর্সেনালে ব্রাত্য হয়ে পড়েন পিয়ের-এমেরিক অবামেয়াং। দলের সেরা তারকাকে বেঞ্চেই বসিয়ে রাখে তারা। পরে চলতি মৌসুমের শীতকালীন ট্রান্সফারে চুক্তি বাতিল করে বেচে দেয় ক্লাবটি। সে সুযোগ লুফে নেয় বার্সেলোনা। আর কাতালান ক্লাবে যোগ দিয়ে তৃতীয় ম্যাচেই পেয়েছেন হ্যাটট্রিক। স্বাভাবিকভাবেই বিনে পয়সায় তাকে পেয়ে দারুণ খুশি কাতালানরা।

অবার নৈপুণ্যেই রোববার রাতে স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়েছে বার্সা। ম্যাচ শেষ হওয়ার সময় অবামেয়াংয়ের নামের পাশে ছিল দুটি গোল। প্রথমার্ধে ২২ ও ৩৮তম মিনিটে গোল দুটি পেয়েছিলেন। তবে দ্বিতীয়ার্ধে করা পেদ্রির গোলটি ভাগ্যের জোড়ে পরে তার নামের পাশে চলে আসে। পেদ্রির বুলেট গতির শটটি লক্ষ্যভেদ হওয়ার আগে অবার গায়ে লেগে দিক বদলে যাওয়ায় ম্যাচ শেষে যাচাই করে এ ফরোয়ার্ডের নামে দেন রেফারি।

তবে হ্যাটট্রিকটা ভাগ্য তাকে উপহার দিলেও পুরো ম্যাচে অসাধারণ খেলেছেন অবামেয়াং। বরুশিয়া ডর্টমুন্ডে থাকাকালীন সময়ের সেই ছন্দের ইঙ্গিত দিয়েছেন। এই খেলোয়াড়কে বিনে পয়সায় পেয়ে দারুণ উচ্ছ্বসিত বার্সা অধিনায়ক সের্জিও বুসকেতস, 'সে সত্যিই ভাল কাজ করছে। সে এখানে মিনিটের প্রয়োজনে এসেছে, এখন সেগুলো পাচ্ছে। আমি আশা করি সে আমাদের এইভাবেই সাহায্য করে যাবে। কারণ সে একজন দুর্দান্ত খেলোয়াড়। বিনামূল্যে তার মতো খেলোয়াড় স্কোয়াডে পাওয়া একটি উপহার।'

আর্সেনালে যোগ দিয়ে দলটির গোলমেশিনে পরিণত হয়েছিলেন অবা। ২০১৯ সালে লিগে ২২ গোল করে লিভারপুলের মোহামেদ সালাহ ও সাদিও মানের সঙ্গে যৌথভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। সব মিলিয়ে তার ক্যারিয়ারের গোল সংখ্যা প্রায় ৩০০। ২০১৮ সালের শীতকালীন দলবদলে তাকে টেনে দুই বছর যেতেই নতুন চুক্তির জন্য মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ২০২০ সালে তিন বছরের জন্য চুক্তি নবায়নও করে ক্লাবটি। সে চুক্তি অনুযায়ী ইংলিশ ক্লাবটিতে আরও দেড় বছর থাকার কথাই ছিল তার।

আর্সেনালে খেলার আগে অবা এর আগে খেলেছেন ফ্রান্সের লিল, মোনাকো, সেঁত এতিয়েনের মতো ক্লাবে। এ ক্লাবগুলোতে খুব বেশি সুবিধা করে না উঠতে পারলেও জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দিয়ে নিজের জাত চেনান। এই ক্লাবে সাড়ে চার মৌসুমে করেন ১৪১ গোল। ২০১৭ সালে জার্মান লিগে ৩১ গোল করে হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

About 20 people were sent to Chattogram Medical College Hospital in critical condition

32m ago