দূরত্ব থাকলে ভালো কিছু হবে না, ডমিঙ্গো ও সিডন্স প্রসঙ্গে তামিম

ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশের দলের কোচিং প্যানেলে রাসেল ডমিঙ্গোর সঙ্গে যুক্ত হয়েছেন জেমি সিডন্স। দক্ষিণ আফ্রিকার ডমিঙ্গো আছেন প্রধান কোচের ভূমিকায়। আর অস্ট্রেলিয়ার সিডন্স ব্যাটিং কোচ হিসেবে মাত্রই কাজ শুরু করছেন। তিনি এর আগে টাইগারদের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন। এই দুই হাই-প্রোফাইল কোচ কীভাবে একসঙ্গে দলকে সামলাবেন তা নিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে রয়েছে ব্যাপক আগ্রহ। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানালেন, সবাই মিলেই এগোতে চেষ্টা করবেন তারা। কারণ, কোনো রকমের দূরত্ব ভালো ফল বয়ে আনবে না দলের জন্য।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ দলের সঙ্গে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে সিডন্সের। গত বছরের ডিসেম্বরে ব্যাটিং পরামর্শক হিসেবে তার নাম ঘোষণা করে বিসিবি। তিনি কোন পর্যায়ে কাজ করবেন তা নিয়ে ছিল নানা আলোচনা। তবে সাবেক ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স চলতি মাসের শুরুতে আচমকা পদত্যাগ করায় পরিষ্কার হয়ে যায় ভবিষ্যৎ। সিডন্সের কাঁধেই উঠেছে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব।

মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের অনুশীলনে দেখা যায় সিডন্সকে। গত রোববার বাংলাদেশ দল চট্টগ্রামে পৌঁছালেও তিনি সঙ্গী হতে পারেননি। কারণ, উপসর্গ না থাকলেও তার করোনাভাইরাস পরীক্ষার ফল আবার এসেছিল পজিটিভ। তবে টোকিও ২০২০ গাইডলাইন অনুযায়ী, প্রথমবার পজিটিভ আসার ১০ দিন পর কোনো পরীক্ষা ছাড়াই আইসোলেশন থেকে মুক্ত হওয়া যায়। তাই আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ওয়ানডের আগেই তার দলে যোগ দেওয়ার কথা ছিল। নতুন কোনো জটিলতা তৈরি না হওয়ায় সেই পথেই এগিয়েছে সবকিছু। দ্বিতীয় দফায় প্রথমবারের মতো তামিম ইকবাল-সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের দীক্ষা দিয়েছেন সিডন্স।

প্রিন্স সরে দাঁড়ানোর পর তার স্বদেশি ডমিঙ্গোকে নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন। ছুটি কাটিয়ে শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে ফিরবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে শঙ্কা উড়িয়ে সময়মতো ফেরেন তিনি। গত রোববার দলের সঙ্গেই তিনি আসেন চট্টগ্রামে। সেদিন শিষ্যদের অনুশীলনে তিনি ছিলেন খোশ মেজাজে। এদিনও একইভাবে দিক-নির্দেশনা দেন তিনি।

আগামীকাল বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম জানান, ডমিঙ্গো ও সিডন্সকে নিয়ে আলাদা কোনো ভাবনা বা মত নেই দলের মধ্যে, 'রাসেল ও জেমি... আমরা একটা দল। রাসেল প্রধান কোচ হয়ে এই দলের অংশ। জেমি ব্যাটিং কোচ হয়ে এই দলের অংশ। আমার মনে হয় না এটা আমরা আলাদাভাবে চিন্তা করছি বা দেখার দরকার আছে। যারা এই সেট-আপে আছে, তারা মিলেই বাংলাদেশ দল। ম্যানেজমেন্ট বলুন, খেলোয়াড় বলুন, আমরা সবাই এক। এভাবেই আমরা এগোতে চেষ্টা করব। দূরত্ব থাকলে ভালো কিছু হবে না। খেলোয়াড়-স্টাফ আমরা সবাই জানি, আমরা একটি দল। ভালো খেলি, খারাপ খেলি, একসঙ্গেই থাকব আমরা।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

8h ago