জয় নাকি ইয়াসির? পাঁচে খেলবেন কে?

ছবি: ফিরোজ আহমেদ

অনুশীলনে ইয়াসির আলী চৌধুরী রাব্বি ব্যাটিং অনুশীলনে ছিলেন গভীর মনোযোগী। অন্যদিকে, মাহমুদুল হাসান জয়কে অধিকাংশ সময় ফিটনেস অনুশীলনে ব্যস্ত থাকতে দেখা যায়। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডেতে অভিষেকের স্বাদ মিলবে তাদের কারও? সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক তামিম ইকবাল জানালেন, তাদেরকে দুজনকেই বিবেচনা করা হচ্ছে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরের জন্য।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল বুধবার শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। খেলা শুরু হবে সকাল ১১টায়।

ইয়াসির ও জয় ইতোমধ্যে পেয়েছেন টেস্ট অভিষেকের স্বাদ। দুজনই সাদা পোশাকের ক্যারিয়ার শুরু করেছেন অনেক সম্ভাবনার হাতছানি দেখিয়ে। এবার জাতীয় দলের হয়ে রঙিন পোশাকের ক্রিকেটের অভিজ্ঞতা নেওয়ার অপেক্ষায় আছেন তারা। ইয়াসির এর আগে ওয়ানডে দলে ছিলেন। জয় সুযোগ পেয়েছেন প্রথমবারের মতো। দুজনই সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ব্যাট হাতে।

ইয়াসির ও জয়কে মিডল অর্ডারের জন্য বিবেচনা করার ব্যাখ্যায় ওয়ানডে দলনেতা তামিম বলেছেন, 'পাঁচ নম্বর নিয়ে একটা দুশ্চিন্তা অবশ্যই আছে। ইয়াসিরকে নেওয়া হয়েছে, জয়কেও নেওয়া হয়েছে। আমাদের হাতে বিকল্প আছে। এখানে যথার্থ একজনকে পেলে আমাদের জন্য খুবই ভালো। কখনও দ্রুত রান তুলতে হতে পারে, কখনও দ্রুত উইকেট পড়ে গেলে পুরো ইনিংস ধরে রাখতে হতে পারে। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করছে, তাদের আমরা সুযোগ দিচ্ছি।'

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া ইয়াসিরের প্রসঙ্গে তিনি বলেন, 'গত কয়েক বছর ধরে সে ভালো খেলছে, সুযোগ পেলেই কাজে লাগাচ্ছে।'

একই সিরিজ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা জয়কে নিয়ে বাঁহাতি তারকা ওপেনার তামিমের মন্তব্য, 'স্পিন ও অনেক ভালো খেলে। এই জিনিস মাথায় রেখেই ওকে নিয়েছি। তরুণদের মধ্যে ও অন্যতম যে স্পিন ভালো খেলে।'

শেষ পর্যন্ত ইয়াসির বা জয়কে প্রথম ওয়ানডেতে দেখা যাবে কিনা তা নিশ্চিত করেননি তামিম। তবে দুই তরুণের কোনো একজন খেললে তাকে দেখা যাবে পাঁচ নম্বরে, 'দেখা যাক কে ব্যাট করে। এই দুইজন থেকে কেউ খেললে সে পাঁচে থাকবে, এটুকু বলতে পারি।'

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

8h ago