বেদখল বাড়ি-জমি ফেরতের দাবিতে ৩ বোনের অনশন

ছবি: সংগৃহীত

দখল হয়ে যাওয়া জমি ও বসতঘর ফিরিয়ে দেওয়ার দাবিতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে আজ বুধবার সকাল থেকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আমরণ অনশনে বসেছেন ৩ বোন।

চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে বসতঘর ও জমি দখলের অভিযোগ তুলে তারা বলেছেন, সম্পত্তি ফিরে না পাওয়া পর্যন্ত তাদের অনশন চলবে।

এই ৩ বোন হচ্ছেন- বরগুনার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামের মৃত আবদুর রশীদের মেয়ে রুবি আক্তার (২৭), জেসমিন আক্তার (১৮) ও রোজিনা আক্তার (১৬)। 

রুবি আক্তার জানান, প্রায় ১০ বছর আগে মা-বাবা মারা যাওয়ার পর ছোট ২ বোনকে নিয়ে চট্টগ্রামে চলে যান তিনি। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করে ২ বোনকে লেখাপড়া করান। এর কয়েক বছর পর ২০১৯ সালে নিজ বাড়িতে ফিরে দেখেন, তাদের পৈত্রিক সম্পত্তি দখল করে নিয়েছেন চাচা আব্দুল মান্নান, সামসুজ্জামান কিসলু, আশরাফ আলী এবং চাচাতো ভাই শাহজাহান, আতিকুল ইসলাম। এমনকি তাদেরকে বসতঘর থেকেও বের করে দেওয়া হয়। এরপর থেকে মানবেতর জীবনযাপন করছেন তারা।

তিনি আরও বলেন, 'মা-বাবা মারা যাওয়ার পর একমাত্র ভাইও মারা যায়। আমার ছোট বোনরা দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় থেকে লেখাপড়া করত। ৩ বছর আগে আমি বাড়িতে এসে দেখি, আমাদের বাবার সব সম্পত্তি আমার চাচারা এলাকার প্রভাবশালীদের যোগসাজসে দখল করে নিয়েছেন। আমরা জমি বুঝে পেতে চাইলে তারা বলেন, আমাদের জমি নাকি তারা নিলামে কিনে নিয়েছেন। পরে উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারি এই জমির কোনো নিলাম হয়নি।'

তিনি আরও বলেন, 'বিষয়টি বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও জেলা প্রশাসককে জানালেও তারা আমাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে অনশনে বসতে হয়েছে। আমাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।'

জানতে চাইলে ৩ বোনের  চাচা আব্দুল মান্নান অভিযোগ অস্বীকার করে বলেন, 'ওদের জমি আমরা দখল করিনি।'

চাচাতো ভাই শাহজাহান বলেন, `৩ জনের বাবা আমার কাছে কিছু জমি বিক্রি করেছে, যা এখনও আমি বুঝে পাইনি '

এ ব্যাপারে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, `আমি তাদেরকে আমার অফিসে ডাকলেও তারা আসেনি। পরে আমি নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তারা আমার সঙ্গে কথা বলতে রাজি হয়নি। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান।'

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago