তখন জেতার বিশ্বাস ছিল বললে মিথ্যা বলা হবে: তামিম

২১৬ রান তাড়ায় নেমে ২৮ রানে ৫, ৪৫ রানে পড়ে গিয়েছিল ৬ উইকেট। দলের অভিজ্ঞ ব্যাটসম্যানদের সবাই তখন সাজঘরে। এই ম্যাচ বাংলাদেশ জিততে পারবে ভাবেননি অধিনায়ক তামিম ইকবালও। চরম হতাশা থেকে তুমুল আনন্দে ভাসার পর মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনকে নিয়ে গর্বের কথা জানিয়েছেন তিনি।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানকে ৪ উইকেটে হারায় বাংলাদেশ। নানান রঙ বদলানো ম্যাচে সপ্তম উইকেটে ১৭৪ রানের রেকর্ড জুটি গড়ে নায়ক মিরাজ ও আফিফ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বাংলাদেশ অধিনায়ক জানালেন, জেতার বিশ্বাস ছিল না তার,  'সত্যি কথা বলতে না। আমি ভাবিনি (জিতব)। যদি বলি আমি বিশ্বাস করেছিলাম তাহলে  মিথ্যা বলা হবে। ২১৬ তাড়ায় ৪৫ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর খুবই কঠিন ছিল। আমি খুবই খুশি। কেবল জিতেছি বলেই না, যেভাবে তারা দুই তরুণ খেলেছে, তা অবিশ্বাস্য ছিল আমি তাদের জন্য গর্বিত।'

ফজল হক ফারুকি, রশিদ খান, মুজিব উর রহমানদের তোপে বাংলাদেশ হয়ে পড়ে এলোমেলো। এই বোলারদের সামলাতে পারেনি তামিম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা। কিন্তু আফিফ-মিরাজ খেলেছেন একদম সাবলীলভাবে।

দলকে জিতিয়ে ১১৫ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন আফিফ। ১২০ বলে ৮১ করেন মিরাজ। তামিম আশা করেন এই দুজন এরকম আরও অনেক ম্যাচ জেতাবেন বাংলাদেশকে , 'সব সময় বলি তাদের বোলিং আক্রমণ দুর্দান্ত। যেভাবে এসব বোলার তারা সামলেছে দেখার মতো ছিল, তা থেকে শেখারও। আশা করছি এটাই শেষ না, কেবলই শুরু। তারা এভাবে আরও ম্যাচ জেতাবে।'

Comments

The Daily Star  | English
AI-manipulated image of Shahbagh engineering students’ protest, DMP claims

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

5h ago