ক্রিমিয়া থেকে ইউক্রেনে ঢুকছে রুশ সাঁজোয়াযান

ছবি: রয়টার্স ফাইল ফটো

ইউক্রেনের দক্ষিণপূর্বে রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপ থেকে রুশ সাঁজোয়াযান ইউক্রেনে ঢুকছে। ইউক্রেনীয় সীমান্তরক্ষীদের প্রকাশিত ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে।

আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়ে বলেছে, ক্রিমিয়ার ঠিক কোন অংশ দিয়ে রুশ সাঁজোয়াযান ইউক্রেনে ঢুকেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে অপর এক ভিডিওতে দেখা গেছে, উত্তর সীমান্ত দিয়ে প্রতিবেশী বেলারুশের এক কলাম সেনা ও সাঁজোয়াযান ইউক্রেনে প্রবেশ করছে।

ভিডিওটি আজ স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটের দিকে ধারণ করা হয়েছে।

তাতে দেখা যায়, সেনারা বেলারুশের ভেসেলোভকা থেকে ইউক্রেনের সেনকিভকা সীমান্ত অতিক্রম করছে।

ইউক্রেনীয় সীমান্তরক্ষীরা এক বার্তায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছে, 'রাশিয়া ও বেলারুশ ভারি ও হালকা অস্ত্র দিয়ে ইউক্রেন আক্রমণ করেছে।'

Comments

The Daily Star  | English

Govt accepted demands of JnU protesters: UGC chairman

University Grants Commission Chairman Prof SMA Faiz today said the government has accepted the demands of the protesting Jagannath University students

25m ago