এয়ারলাইনস ও অন্যান্য

২৭ ফেব্রুয়ারি থেকে বিমানের অনলাইন টিকিটিং আবার চালু

আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনলাইন টিকিটিং আবার চালু হচ্ছে।
ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনলাইন টিকিটিং আবার চালু হচ্ছে।

নতুন প্যাসেঞ্জার সার্ভিস সলিউশন 'সেবরের' মাধ্যমে সাময়িকভাবে বন্ধ থাকা অনলাইন টিকিটিং, বুকিং, চেক-ইন, ওয়েব সার্ভিসের মতো সেবা আবার চালু করতে যাচ্ছে বিমান। ফলে যাত্রীরা আবারও বিমানের ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে টিকিট কেনাসহ অন্যান্য সুবিধা পাবেন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এ তথ্য জানিয়েছে।

বর্তমান পিএসএস 'সিটা' থেকে তথ্য ভাণ্ডার 'সেবর'-এ স্থানান্তরের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৪৫ থেকে রাত ৩টা পর্যন্ত প্রায় সাড়ে ১১ ঘণ্টা বিমানের সব চ্যানেল থেকে টিকিট বুকিং, রিজার্ভেশন ও টিকেট ইস্যু সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশেষ ব্যবস্থায় এই সময়েও সিডিউল অনুযায়ী এয়ারপোর্টের চেক-ইনসহ বিমান পরিবহন সংক্রান্ত কার্যক্রম যথারীতি চালু থাকবে এবং সব ফ্লাইট যথাসময়ে গমন ও প্রত্যাবর্তন করবে।

২৭ ফেব্রুয়ারি সকাল থেকে যথারীতি বিমানের সব সেলস সেন্টার, বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত সেলস এজেন্টের মাধ্যমে রিজার্ভেশন ও টিকিটিংয়ের স্বাভাবিক কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

Comments

The Daily Star  | English

All educational institutions reopen after heatwave-induced closures

After several closures due to the heatwave sweeping the country, all primary and secondary schools, colleges, madrasas, and technical institutions across the country resumed classes today

12m ago