ছুটির দিনে জমজমাট বইমেলা

ছুটির দিন সহ প্রায় প্রতিদিনই বইমেলায় ছিল পাঠক-ক্রেতাদের ভীড়। ছবি: রবিউল কমল

বইমেলায় শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। জমে উঠেছে এবারের বইমেলা। প্রকাশকরাও অপেক্ষায় থাকেন ছুটির দিনের।

সরেজমিনে দেখা যায়, মানুষ লাইন ধরে মেলায় প্রবেশ করছেন। তারা মাস্ক পরে স্টলে স্টলে নিজের পছন্দের বই খুঁজছেন৷

স্টল কর্মীরা জানান, যত দিন যাচ্ছে মেলা জমে উঠছে। ছুটির দিনগুলোতে এমনিতেই ভিড় একটু বেশিই থাকে।

আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি দ্য ডেইলি স্টারকে জানান, মেলার পরিধি বাড়ায় একটা অসুবিধা হচ্ছে। আর তা হলো সবাই মেলার শেষ পর্যন্ত যেতে পারেন না। ক্লান্ত হয়ে যান। ধীরে ধীরে হয়তো এই সমস্যা কাটিয়ে ওঠা যাবে। বিক্রি আগের তুলনায় বাড়ছে।

কথাসাহিত্যিক রফিকুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বইমেলা কেবলমাত্র আমার কাছে বইয়ের মেলা নয়। চেনা-অচেনা মানুষের মেলাও বটে। তাই আমি নতুন বই দেখার পাশাপাশি নতুন মানুষ দেখি।'

আবৃত্তিশিল্পী মীর বরকত জানান, বই কেনা, ঘুরে বেড়ানোর জন্য বইমেলাকে আমি প্রাধান্য দিয়ে থাকি। আর এবারের মেলা বেশ সাজানো। পাঠক-লেখক মিলেমিশে একাকার হয়ে যায় বইমেলায়।

মেলায় আসা ঢাকা মেডিকেলের শিক্ষার্থী রবিউল হাসান সানি বলেন, 'মেডিকেলের শিক্ষার্থী হলেও বাংলা বই আমার ভালো লাগে। আমি মেলায় এসে বই সংগ্রহ করি। বিভিন্ন বিষয় ধরে ধরে নতুন চিন্তার সঙ্গে পরিচিত হই।'

আজ মেলায় নতুন বই এসেছে প্রায় ১১০টি। নতুন বইয়ের মধ্যে বিদ্যাপ্রকাশ থেকে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর শিক্ষা নিয়ে চিন্তা ও দুশ্চিন্তা, রফিকুর রশিদের শ্রেষ্ঠগল্প, তাম্রলিপি থেকে বাদল সৈয়দের দ্বিতীয় যৌবন, বিদ্যাপ্রকাশ থেকে মোহিত কামালের কাছের তুমি দূরের তুমি, বাংলা একাডেমি থেকে জালাল ফিরোজের বইমেলার ইতিহাস, আদর্শ থেকে মাহবুব মোরশেদের অপ্রকাশিত জীবনানন্দ উল্লেখযোগ্য।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago